সবচেয়ে বেশি চার্জ থাকে কোন মোবাইলে

সুপ্রিয় পাঠক, আপনাদের মধ্যে অনেকেই গুগলে সার্চ করে থাকেন যে, সবচেয়ে বেশি চার্জ থাকে কোন মোবাইলে। তাদের সুবিধার্থে আজকে আমি সবচেয়ে বেশি চার্জ থাকে এমন মোবাইল নিয়ে আলোচনা করেবা। আপনি যদি জানতে চান সবচেয়ে বেশি চার্জ থাকে কোন মোবাইলে তাহলে আজকের পোস্টটি মনোযোগ সহকারে পড়তে  থাকুন। চলুন তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক চার্জ বেশি থাকে এমন মোবাইল সম্পর্কে।

সবচেয়ে চার্জ বেশি থাকে কোন মোবাইলে

 

বর্তমান সময়ে প্রায় সবধরণের সব বয়সের মানুষ স্মার্টফোন ব্যবহার করে থাকেন। মোবাইল ব্যবহারের সময় চার্জ বেশি থাকে এমন মোবাইল ব্যবহার করতে সুবিধাবোধ করেন সকলে। তাই মোবাইল কেনার আগে সবার মনে একটি কথাই ঘুরপাক খায় সবচেয়ে বেশি চার্জ থাকে কোন মোবাইলে। তারা চার্জ বেশি থাকা মোবাইলটিই কিনতে চায়।

আরো পড়ুন: বসুন্ধরা গ্যাস সিলিন্ডার দাম জেনে নিন

তাই আজকে আমি এমন সব  স্মার্ট  ফোন নিয়ে আলোচনা করবো যেগুলো মোবাইলের চার্জ বেশি থাকে। চলুন জেনে নেওয়া যাক বাজারে পাওয়া যায় এমন ফোন যেগুলোর চার্জ দীর্ঘক্ষণ থাকে বা বেশি থাকে।

সবচেয়ে চার্জ বেশি থাকে  কোন মোবাইলে

সুপ্রিয় পাঠক এখন আমি সবচেয়ে চার্জ বেশি থাকে এমন ৫ টি মোবাইল নিয়ে আলোচনা করবো। এখন আমি যে স্মার্ট ফোনগুলো নিয়ে আলোচনা করবো; সেগুলো বর্তমান সময়ে দীর্ঘক্ষণ চার্জ থাকে বা চার্জ  বেশি থাকে। চলুন জেনে নেওয়া যাক।

See also  লিভার কোন পাশে থাকে জেনে নিন

Motorola Moto G7 power।সবচেয়ে বেশি চার্জ থাকে কোন মোবাইলে 

সুপ্রিয় পাঠক প্রথমে যে ফোনটি নিয়ে কথা বলবো তা হলো মটোরলা মটো কোম্পানির Moto G7 power যা একটি OS Android Pie 9 ভার্সনের একটি ফোন। এই ফোনটিতে 5000mAH ধারণ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি রয়েছে।

এই ফোনটিতে একবার ফুল চার্জ দিলে একটানা ২০ ঘন্টা ৮ মিনিট চলে যা বর্তমান সময়ের অন্যান্য ফোনের চেয়ে অনেক বেশি। এটি মটোরলা কোম্পানি 2019 সালে বাংলাদেশে লঞ্চ করে যা এখনো বাংলাদেশের মার্কেটে পাওয়া যায়।

Xiaomi Mi Max 2।সবচেয়ে বেশি চার্জ থাকে কোন মোবাইলে 

সুপ্রিয় পাঠক, এখন আমি যে ফোনটি নিয়ে কথা বলবো তা হলো শাওমি কোম্পানির Mi Max 2 যা OS Android N OS 7.1.1 ভার্সনের একটি ফোন। এই ফোনটিতে 5300mAH ধারণক্ষমতা সম্পন্ন ব্যাটারি রয়েছে।

আরো পড়ুন: কিস্তিতে ওয়ালটন ফ্রিজের দাম 2023

এই ফোনটিতে একবার ফুল চার্জ দিলে একটানা ১৭ ঘন্টা ২২  মিনিট চলে যা বর্তমান সময়ের অন্যান্য ফোনের চেয়ে অনেক বেশি। এটি মটোরলা কোম্পানি 2017 সালে বাংলাদেশে লঞ্চ করে যা এখনো বাংলাদেশের মার্কেটে পাওয়া যায়।

LG X Power।সবচেয়ে বেশি চার্জ থাকে কোন মোবাইলে 

বন্ধুরা এখন আমি যে ফোনটি  নিয়ে আলোচনা করবো তা হলো শাওমি কোম্পানির LG X Power ফোন যা  Android 6.0.1 ভার্সনের একটি ফোন। এই ফোনটিতে 4100mAH ধারণক্ষমতা সম্পন্ন ব্যাটারি রয়েছে।

এই ফোনটিতে একবার ফুল চার্জ দিলে একটানা ১৫ ঘন্টা ১৮ মিনিট চলে যা বর্তমান সময়ের অন্যান্য ফোনের চেয়ে অনেক বেশি।এই ফোনটি এখনো বাংলাদেশের মার্কেটে পাওয়া যায়।

Motorola Moto E5 Plus ।সবচেয়ে বেশি চার্জ থাকে কোন মোবাইলে 

সুপ্রিয় পাঠক প্রথমে যে ফোনটি নিয়ে কথা বলবো তা হলো মটোরলা মটো কোম্পানির Moto E5 Plus  যা একটি OS Android O OS 8.0 ভার্সনের একটি ফোন। এই ফোনটিতে 5000mAH ধারণ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি রয়েছে।

See also  প্রচলিত বাংলা প্রবাদ ও তাদের অর্থ:সঠিকটা জেনে নিন

এই ফোনটিতে একবার ফুল চার্জ দিলে একটানা 15 ঘন্টা ৮ মিনিট চলে যা বর্তমান সময়ের অন্যান্য ফোনের চেয়ে অনেক বেশি। এটি মটোরলা কোম্পানি 2018 সালে বাংলাদেশে লঞ্চ করে যা এখনো বাংলাদেশের মার্কেটে পাওয়া যায়।

Motorola Moto G8 Plus।সবচেয়ে বেশি চার্জ থাকে কোন মোবাইলে  

সুপ্রিয় পাঠক প্রথমে যে ফোনটি নিয়ে কথা বলবো তা হলো মটোরলা মটো কোম্পানির Moto G8 Plus  যা একটি  Android 9.0 (pie)  ভার্সনের একটি ফোন। এই ফোনটিতে 4000mAH ধারণ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি রয়েছে।

আরো পড়ুন: রুম হিটার ব্যবহারের নিয়ম জেনে নিন

এই ফোনটিতে একবার ফুল চার্জ দিলে একটানা 14 ঘন্টা 29 মিনিট চলে যা বর্তমান সময়ের অন্যান্য ফোনের চেয়ে অনেক বেশি। এটি বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায়।

সবচেয়ে বেশি চার্জ থাকে কোন মোবাইলে । আরো কিছু ফোনের তালিকা 

Blu Studio Energy: এটি 5000mAH চার্জ ধারণক্ষমতার একটি স্মার্ট ফোন। এটি একবার ফুল চার্জ দিলে একটানা ১৪ ঘন্টা ৫৩ মিনিট চলে।

Huawei  met20: এটি 4000mAH চার্জ ধারণক্ষমতার একটি স্মার্ট ফোন। এটি একবার ফুল চার্জ দিলে একটানা 14 ঘন্টা 26মিনিট চলে।

Asus ROG Phone 2: এটি 6000mAH চার্জ ধারণক্ষমতার একটি স্মার্ট ফোন। এটি একবার ফুল চার্জ দিলে একটানা 14 ঘন্টা 11 মিনিট চলে।

Motorola moto z play: এটি 3510mAH চার্জ ধারণক্ষমতার একটি স্মার্ট ফোন। এটি একবার ফুল চার্জ দিলে একটানা 13 ঘন্টা 43 মিনিট চলে।

Xiaomi  Redmi 3s: এটি 4100mAH চার্জ ধারণক্ষমতার একটি স্মার্ট ফোন। এটি একবার ফুল চার্জ দিলে একটানা 13 ঘন্টা 29 মিনিট চলে।

পরিশেষে: সবচেয়ে বেশি চার্জ থাকে কোন মোবাইলে

সুপ্রিয় পাঠক, আশা করি আপনি সবচেয়ে বেশি চার্জ থাকে কোন মোবাইলে তা বিস্তারিত জানতে পেরেছেন এবং পাশাপাশি আপনি আপনার পছন্দের চার্জ বেশি ধারণক্ষমতা সম্পন্ন মোবাইলটিও খুঁজে পেয়েছেন। আমাদের পোস্টটি ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন। এই ধরণের পোস্ট পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট  করুন।

See also  সাধারণ গ্রন্থাগার দিবসের শুভেচ্ছা: পাঠাভ্যাস উন্নয়নে জাতীয় উদযাপন