বৈশাখ মাসের ক্যালেন্ডার ২০২২। বৈশাখ মাসের ক্যালেন্ডার – ১৪২৯
বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে বৈশাখ মাসের ক্যালেন্ডার নিয়ে আলোচনা করবো। আপনি কি বৈশাখ মাসের ক্যালেন্ডার খুঁজছেন? আপনি কি বেশাখ মাসের ক্যালেন্ডার সম্পর্কে জানতে জান? তাহলে আজকের পোস্টটি শুধুমাত্র আপনার জন্য। আজকের এ পোস্টের মাধ্যমে আপনি বেশাখ মাসের ক্যালেন্ডার ২০২২ সম্পর্কে জানতে পারবেন। চলুন আর দেরি না করে আলোচনা শুরু করা যাক:
১৪২৯ সালের বৈশাখ মাসের ক্যালেন্ডার ।২০২২ সালের বৈশাখ মাসের ক্যালেন্ডার
বৈশাখ মাস বাংলা বছরের প্রথম মাস। অন্যান্য জাতীর মতো বাংলা মাসের প্রথম মাসকেও বাঙালিরা নানা বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পালন করে থাকে। বৈশাখ মাসের প্রথম তারিখে বাঙালিরা এ মাসটিকে বরণ করে নেওয়ার জন্য নববর্ষ উদযাপন করে থাকে। বাংলা মাসের ক্যালেন্ডার, বৈশাখ মাসের ক্যালেন্ডার ২০২২, বৈশাখ মাসের ক্যালেন্ডার ১৪২৯, বৈশাখ মাসের ১ হেলা তারিখে নতুন বছরের জন্য হালনাগাদ করা েহয়ে থাকে। তাই বৈশাখ মাসের ক্যালেন্ডার সর্ম্পকে জানতে আমাদের এ পোস্টটি সম্পর্ণ পড়ুন।
পহেলা বৈশাখ কবে থেকে শুরু – বৈশাখ মাসের ক্যালেন্ডার ১৪২৯
পহেলা বৈশাখ বাঙালি জাতির জন্য একটি বহুল কাঙ্খিত দিন। বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকে ১ হেলা বৈশাখের জন্য। এ দিনটি তারা নানা উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে পালন করে থাকে। পহেলা বৈশাখ বাঙালিদের েএকটি জাতীয় উৎসব। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী পহেলা বৈশাখ ১৪ এপ্রিল। তাই বলা যায় বৈশাখ মাসের ক্যালেন্ডার ১৪২৯ শুরু হবে ১৪ ই এপ্রিল থেকে। এ হিসাব অনুযায়ী পহেলা বৈশাখ দিনটি পড়ে বুধবার। বৈশাখ মাস ৩১ দিনে হয়ে থাকে এবং বৈশাখ মাসের শেষ তারিখ ৩১ মে শুক্রবার।
পহেলা বৈশাখ বনাম বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য । বৈশাখ মাসের ক্যালেন্ডার ২০২২
পহেলা বৈশাখ বাঙালির ইতিহাস ও ঐহিত্যের সাথে গভীরভাবে মিশে আছে। এ দিনটিতে বাংলাদেশসহ ভারতের পশ্চিমবঙ্গ নানা উৎসব ও অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করে থাকে। অন্যান্য জাতির মতো তারা বর্ষবরণ হিসাবে নববর্ষ পালন করে থাকে। এ অনুষ্ঠানটি মূলত শুরু হয় সম্রাট আকবরের সময়কাল থেকে। তখন থেকে আজ অবধি বাঙালি এ দিনটি গভীর উৎসাহ ব্যঞ্জনার মধ্য দিয়ে পালন করে েআসছে। এ দিনটি তারা শুরু করে পান্তাভাত ও ইলিশমাছ খাওয়ার মধ্য দিয়ে। এছাড়া মঙ্গলশোভাযাত্রা, দোকানে দোকানে হালখাতা ও নানা রকম অনুষ্ঠানাদির মধ্য দিয়ে এ দিনটি পালন করা হয়। আরবি মাস চাঁদ দেখা দিয়ে শুরু হলেও বাংলা মাস শুরু হয় সূর্য দেখা দিয়ে। এখানেই বাংলা ও আরবি মাসের পার্থক্য।
বৈশাখ মাসের ছুটি সমূহ। আজ বাংলার কত তারিখ ২০২২
বৈশাখ মাসে শুক্রবার ১০ দিন থাকায় স্বভাবতই সেদিনগুলো ছুটির দিন। কারণ, বাংলাদেশের সরকারি বিধিমোতাবেক শুক্রবার করে সাপ্তাকি ছুটির দিন। ১৪ এপ্রিল ১হেলা বৈশাখ হওয়ায় সেটি সরকারী ছুটির দিন । পহেলা মে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ১৮ ই বৈশাখ। ১হেলা মে শ্রমিক দিবস হওয়ায় সেদিনটি সরকারী ছুটির দিন। বৈশাখ মাসের ক্যালেন্ডার ১৪২৯ এর ২৪ শে বৈশাখ ইংরেজি ৭ ই মে। ৭ ই মে জামাতুল বিদা এর সরকারী ছুটি রয়েছে। ১০ ই মে ২৭ বৈশাখ শবে কদরের ছুটি রয়েছে। জামাতুল বিদা শুক্রবার হওয়ায় হিসাব করলে দেখা যায় বৈশাখ মাসে মোট ছুটির দিন রয়েছে ১৩ দিন।
২০২২ সালের বৈশাখ মাসের ক্যালেন্ডার।১৪২৯ সালের বৈশাখ মাসের ক্যালেন্ডার
আশা করি আপনি এ পোস্টটি পড়ে বৈশাখ মাসের ক্যালেন্ডার ২০২২ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আপনি এও জানতে পেরেছেন পহেলা বৈশাখ কত তারিখ এবং বৈশাখ মাসের ছুটিগুলো কবে। আমার এ পোস্টটি আপনার ভাল লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভাল থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।