বর্তমান সময়ে অনেকেই ব্লগে লেখালেখি করে থাকে। কিন্তু কিভাবে একটি আকর্ষনীয় ব্লগ পোস্ট শিরোনাম তৈরি করবেন তা জানেন না। তাদের জন্য আজকের এ পোস্টটি। আজকের এ পোস্টে আমি জানাবো কিভাবে একটি ব্লগ পোস্টে আকর্ষনীয় শিরোনাম যুক্ত করতে হয়।

ব্লগ পোস্ট শিরোনাম বাছাই করার উপায়

 

 

ধরুন আপনি ব্লগে প্রায় ব্লগ পোস্ট করে থাকেন । কিন্তু উপযক্ত ও আকর্ষনীয় শিরোনাম না দেওয়ার জন্য আপনি আপনার ব্লগের ট্রাফিক বৃদ্ধি করতে পারছেন না। আপনার ব্লগ পোস্ট গুগল র্যাঙ্কিয়ে প্রথম পেজে থাকলেও আকর্ষনীয় শিরোনাম না হওয়ায় আপনি কাঙ্খিত ভিজিটর পাচ্ছেন না বলে বিষয়টি নিয়ে আপনি উদ্বিগ্ন। তাই আজকে আমি আপনাকে জানাবো কিভাবে আপনি আপনার ব্লগের জন্য আকর্ষনীয় শিরোনাম যুক্ত করবেন । চলুন শুরু করা যাকঃ

সূচিপত্র:

জনপ্রিয় ব্লগারদের ব্লগ পড়ুন।ব্লগ পোস্ট শিরোনাম বাছাই করার উপায়

আপনি যদি একটি আকর্ষনীিয় ব্লগ পোস্ট শিরোনাম বাছাই করতে চান তাহলে আপনাকে জনপ্রিয় ব্লগারদের পোস্টগুলো পড়তে হবে। তারা কিভাবে তাদের ব্লগ পোস্ট শিরানাম ব্যবহার করেছে কি ধরণের শিরোনাম ব্যবহার করেছে তার প্রতি গভীরভাবে দৃষ্টি দিতে হবে। তারা কোন ধরণের কৌশলগুলো ব্যবহার করে ব্লগ পোস্ট শিরোনাম ব্যবহার করেছে সে বিষয়গুলোকে নিয়ে গভীরভাবে অধ্যয়ন করতে হবে এবং অনুশীলন করতে হবে। এভাবে এক সময় আপনি আপনার ব্লগের জন্য আকর্ষনীয় ব্লগ পোস্ট শিরোনাম ব্যবহার করতে পারবেন।

See also  স্মৃতিশক্তি বৃদ্ধির ৮ টি উপায় - স্মৃতিশক্তি বৃদ্ধির ইসলামিক উপায় জেনে নিন

কিওয়ার্ড রিসার্চ করুন।ব্লগ পোস্ট শিরোনাম বাছাই করার উপায়

আপনি একটি আকর্ষনীয় শিরোনাম বাছাই করার জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। এজন্য আপনি অ্যাডওয়ার্ডস কিওয়ার্ড টুলসটি ব্যবহার করতে পারেন। এটি মূলত গুগলের একটি কিওয়ার্ড রিসার্চ যন্ত্র হিসাবে ব্যবহার করা হয়।

এই টুলস এ কাজ করার জন্য আপনি প্রথমে কয়েকটি শীর্ষ শব্দ বাছাই করে তা Adwords keyword planner এর মাধ্যমে সার্চ করে উপযুক্ত ও আকর্ষনীয় শিরোানাম বাছাই করতে পারেবেন। আপনি যে কোন আকর্ষনীয় শিরোনামই বাছাই করতে চান না কেন আপনাকে একটি মূল শব্দকে কেন্দ্র করেই করতে হবে।

আরো পড়ুন: এস.ই.ও সম্পর্কে বিস্তারিত জানুন

এক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে কোনধরণের শিরানামগুলো মানুষ বেশি সার্চ করছে। সেই সেই শিরোনামগুলো ব্যবহার করেই আপনাকে ভিজিটরের আকর্ষনীয় ব্লগপোস্ট  শিরোনাম বাছাই করতে হবে। তবে সহজ কথাটা একটু ঘুরিয়ে বললেও অনেক সময় আকর্ষনীয় শিরোনাম হতে পারে এ বিষয়ে সচেতন থাকতে হবে।

আপনার সেরা নিশ গুলোকে একত্রিত করুন।ব্লগ পোস্ট শিরোনাম বাছাই করার উপায়

আপনি যদি একটি আকর্ষনীয় ব্লগ পোস্ট শিরোনাম বাছাই করতে চান তাহলে আপনাকে সেরা নিশগুলোকে একত্রিত করতে হবে।কারণ, একটি আকর্ষনীয় শিরোনাম তৈরি করতে নিশ আপনাকে ব্যাপকভাবে সাহায্য করবে। আপনি যদি আপনার পছন্দের নিশ নিয়ে কাজ করেন তাহলে সেখান থেকে আপনি আকর্ষনীয় কিওয়ার্ড খুঁজে বের করতে পারবেন। কেননা আপনি যেহেতু আপনার পছন্দের নিশ নিয়ে কাজ করবেন সেখানে আপনি ভিজিটর হিসাবে নিজেকে কল্পনা করতে পারেন যাতে করে আপনি আকর্ষনীয় একটি আকর্ষনীয় ব্লগ পোস্ট শিরোনাম বাছাই করতে পারেন।

আরো পড়ুন: হোটসঅ্যাপ মেসেজ রিকল করার উপায়

যেমন উদাহরণ হিসাবে আমারা বলতে পারি যখন একজন ব্লগার তাদের ক্ষেত্রে “সেরা X” বা “শীর্ষ X”-এর একটি বিন্যাস বিতরণ করেন, তখন ব্যতিক্রমীভাবে অবস্থানকারী প্রত্যেকেই রানডাউনকে সাধুবাদ জানায়, এটি অফার করে এবং এর সাথে সংযোগ স্থাপন করে।

See also  নন-ফলোয়ারদের আনফলো করার সেরা 5টি টুইটার টুলস 2022

নিজস্ব চিন্তাশক্তি ও মেধাশক্তি কাজে লাগান।ব্লগ পোস্ট শিরোনাম বাছাই করার উপায়

আপনি যেমন একজন ব্লগার তেমনি একজন পাঠকও। আপনি এ ধাপে আপনার মেধাশক্তি ও চিন্তাশক্তিকে ব্যাপকভাবে প্রয়োগ করতে পারেন। এর জন্য আপনি আপনাকে ব্লগারের পর্যায়ে না ভেবে একজন সাধারণ পাঠকের কথা বিবেচনা করুন।

আরো পড়ুন: প্রেশার লো হলে করণীয় কি জানুন

আপনি পাঠক হলে কি ধরণের শিরোনাম হলে  আপনার ভাল লাগতো এবং আপনার কাছে আকর্ষনীয় হত সে বিষয়টি বিবেচনা করে আপনি আপনার ব্লগ পোস্টের জন্য একটি আকর্ষনীয় শিরোনাম বাছাই করতে পারেবন।

পরিশেষে।ব্লগ পোস্ট শিরোনাম বাছাই করার উপায়

আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি কিভাবে আপনি আপনার ব্লগের জন্য একটি সেরা ও আকর্ষনীয় ব্লগ পোস্ট শিরোনাম বাছাই করবেন। আপনি উপরোক্ত বিষয়গুলো বিবেচনা করে যদি আপনার ব্লগপোস্ট শিরোনাম বাছাই করতে পারেন তাহলে আপনি অবশ্যই একটি আকর্ষনীয় ব্লগ পোস্ট শিরোনাম বাছাই করতে পারবেন। আমার পোস্টটি আপনার ভাল লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন।