সুপ্রিয় পাঠক, আজকে আমি হেঁচকি বন্ধ করার উপায় ও হেঁচকি বন্ধ করার দোয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।আপনি যদি হেঁচকি বন্ধ করার উপায় ও হেঁচকি বন্ধ করার দোয়া সম্পর্কে জানতে চান তাহলে আজকের এ পোস্টটি আপনার জন। আজকের এ পোস্টে আমি হেঁচকি বন্ধ করার উপায় ও হেঁচকি বন্ধ করার দোয়া নিয়ে আলোচনার পাশাপাশি হেঁচকি কেন হয় ও হেঁচকি বন্ধ করার ঔষধ নিয়ে আলোচনা করবো। চলুন আর দেরি না করে হেঁচকি কেন হয় জেনে নেওয়া যাক।

হেঁচকি বন্ধ করার উপায় জেনে নিন

আরো পড়ুন: স্থায়ী ফর্সা হওয়ার ১০ টি উপায় জেনে নিন

প্রারম্ভিক কথন: হেঁচকি বন্ধ করার উপায়-হেঁচকি বন্ধ করার দোয়া

পাঠক বন্ধুরা হেঁচকি হয়নি এমন মানুষ একটিও খুঁজে পাওয়া যাবে না। হেঁচকি একটি স্বাভাবিক প্রকৃয়া। এটি হঠাৎ করে হয়ে থাকে। এক্ষেত্রে অনেকে বিপাকে ও লজ্জায় পড়ে যান। তারা হেঁচকি বন্ধ করার কোন উপায় জানে না বলে এরকমটি হয়ে থাকে। তাদের জন্য আজকের এ আর্টিকেলে হেঁচকি বন্ধ করার উপায় ও হেঁচকি বন্ধ করার দোয়া নিয়ে আলোচনা করবো।

হেঁচকি কেন হয়?

মানুষের ডায়াফ্রাম ( ফুসফুসের নিচে অবস্থিত পাতলা মাংশপেশীর স্তর) হঠাৎ কোন কারণে সংকোচিত হয়ে পড়লে হেঁচকি হয়।হেঁচকির সময় সাধারণত যেটি হয়ে থাকে তাহলো হেঁচকির সময় শ্বাসনালীতে সামান্য বাতাস প্রবেশ করে তখন ভোকাল কর্ড হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার ফলে হিক শব্দ উৎপন্ন হয় যাকে আমরা হেঁচকি বলে থাকি।

সুপ্রিয় পাঠক এখন আমি আলোচনা করবো হেঁচকি বন্ধকরার উপায় নিয়ে। আপনি যদি হেঁচকি বন্ধ করার উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আর্টিকেলটি সম্পূর্ণ পড়তে থাকুন। চলুন আর দেরি না করে হেঁচকি বন্ধ করার উপায় নিয়ে আলোচনা শুরু করা যাক।

See also  রেশম চাষ পদ্ধতি।রেশম চাষ সংক্রান্ত বিদ্যা ।রেশম চাষ হয় কোন জেলায় জেনে নিন

হেঁচকি বন্ধ করার উপায়

সুপ্রিয় পাঠক, এতক্ষন আমরা হেঁচকি কেন হয় সে বিষয় নিয়ে আলোচনা করেছি। এখন আমি আর্টিকেলের এ অংশে হেঁচকি বন্ধ করার উপায় নিয়ে আলোচনা করবো। তাহলে আর দেরি কেন চলুন হেঁচকি বন্ধ করার উপায় সম্পর্কে জেনে নেওয়া যাক।

  1. নি:শ্বাস আটকে রাখার মাধ্যমে আপনি আপনার হেঁচকি বন্ধ করতে পারবেন। আপনার হেঁচকি উঠার সাথে সাথে আপনি বড় একটি নি:শ্বাস নিয়ে বাতাস আপনার পেটের মধ্যে নিয়ে নিশ্বাস আটকে রাথুন। প্রয়োজনে নাক চেপে ধরুন যাতে বাতাস বের হতে না পারে। এভাবে করলে আপনার হেঁচকি বন্ধ হয়ে যাবে।
  2. জিহ্বা টেনে ধরার মাধ্যমেও আপনি আপনার হেঁচকি বন্ধ করতে পারবেন। এজন্য যখনি আপনার হেঁচকি উঠবে তখনি আপনি আপনার জিহ্বা বের করে টেনে ধরবেন। আপনার হেঁচকি বন্ধ হয়ে যাবে।
  3. আপনার হেঁচকি উঠেছে। আপনার হাতে পাশে চিনি রয়েছে আপনি এক চামচ চিনি খেয়ে ফেলুন আপনার হেঁচকি দ্রুত বন্ধ হয়ে যাবে।এজন্য হেঁচকি বন্ধের উপায় হিসাবে আপনি চিনি খেতে পারেন।
  4. আপনার হেঁচকি উঠেছে কান দুই আঙ্গুল দিয়ে চেপে ধরুণ। আপনি দুই কান এমনভাবে চেপে ধরবেন যাতে আপনি কানে কিছুই শুনছেন না ।এভাবে কিছুক্ষণ থাকলে আপনার হেঁচকি বন্ধ হয়ে যাবে।
  5. আপনার হেঁচকি উঠেছে।আপনার হেঁচকি বন্ধ করতে আপনি পানি পান করতে পারেন।এক গ্লাস পানি পান করলে আপনার হেঁচকি বন্ধে চমৎকার কাজে দেবে।
  6. আপনার পাশে থাকা কোন ব্যক্তির হেঁচকি উঠেছে আপনি তাকে ভয় পাইয়ে দেওয়ার মতো কোন কাজ করুন।কারণ আপনি যথন তাকে ভয় দেখাবেন তখন তার নার্ভগুলো চমকে উঠবে এবং তার হেঁচকি থেমে যাবে।
  7. আপনার হেঁচকি উঠলে আপানার হাতের কাছে থাকা কোন ব্যাগের ভিতর মুখ নিয়ে নি:শ্বাস নিতে পারেন। এতে করে আপনার রক্তে কার্বনডাই অক্সাইডের পরিমান বেড়ে যাবে এবং আপনার হেঁচকি থেকে যাবে।
See also  রুম হিটার ব্যবহারের নিয়ম - রুম হিটারের ক্ষতিকর দিক জেনে নিন

হেঁচকি বন্ধ করার ঘরোয়া উপায়

সুপ্রিয় পাঠক, আলোচনা এ পর্যায়ে আমি হেঁচকি বন্ধ করার ঘরোয়া উপায় নিয়ে আলোচনা করবো। আপনি হেঁচকি বন্ধ করার ঘরোয়া উপায় সম্পর্কে জানতে চান তাহলে আর্টিকেলের এ অংশটি আপনার জন্য খু্বই গুরুত্বপূর্ণ। কারণ এখন আমি হেঁচকি বন্ধ করার ঘরোয়া উপা্য় নিয়ে আলোচনা করবো। চলূন আর দেরি না করে হেঁচকি বন্ধের ঘরোয়া উপায় নিয়ে আলোচনা করা যাক।

আরো পড়ুন: ভয়কে জয় করার উপায় জেনে নিন

  • হেঁচকি বন্ধ করার জন্য শ্বাস-প্রশ্বাস বন্ধ রাখূন।
  • হেঁচকি বন্ধ করতে আপনি আপনার দুই হাটু জড়িয়ে ধরুন।
  • হেঁচকি উঠলে জিভ বাইরে বের করে রাখূন।
  • হেঁচকি বন্ধে চিনি খান।
  • হেঁচকি বন্ধে ঠান্ডা পানি পান করুন।
  • হেঁচকি বন্ধে লেবু চুষে খেতে পারেন।
  • গরম দুধ পান করুন।
  • নাক চেপে ধরে পানি পান করুন।
  • গরম পানি দিয়ে গোসল করতে পারেন।

সুপ্রিয় পাঠক এতক্ষন আমরা হেঁচকি কেন হয়? হেঁচকি বন্ধ করার উপায়, হেঁচকি বন্ধ করার ঘরোয়া উপায় নিয়ে আলোচনা করেছি । এখন আমি হেঁচকি বন্ধ করার দোয়া নিয়ে আলোচনা করবো। চলুন হেঁচকি বন্ধ করার দোয়া নিয়ে আলোচনা করা যাক।

হেঁচকি বন্ধ করার দোয়া

সুপ্রিয় পাঠক, অনেকে হেঁচকি বন্ধ করার দোয়া সম্পর্কে জানতে চেয়ে গুগলে সার্চ করে থাকেন। তাদের জন্য আর্টিকেলের এ অংশে আমি হেঁচকি বন্ধ করার দোয়া নিয়ে আলোচনা করবো। তাই আপনি যদি হেঁচকি বন্ধ করার দোয়া সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আর্টিকেলে এ অংশটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।

হেঁচকি মানুষের একটি স্বাভাবিক প্রকৃয়া।যা ডায়াফ্রামের হঠাৎ সংকোচনের ফলে হয়ে থাকে। হেঁচকি অল্প সময়ের মধ্যে ভাল হয়ে যায়। আসলে হেঁচকি কোন রোগ নয় এটি মানুষের কোন ক্ষতি করে না। তাই হেঁচকিকে মানুষ স্বাভাবিক হিসাবেই ধরে নেয়।

আরো পড়ুন: চোখের ভাষা বোঝার ১০ টি উপায় জেনে নিন

See also  জীবন সঙ্গী কেমন হওয়া উচিত জেনে নিন

আসলে হেঁচকি বন্ধ করার দোয়া বলে কোন কিছু কোরান হাদিসে বর্ননা করা হয়নি। তাই হেঁচকি বন্ধের সুনির্দিষ্ট কোন দোয়া নেই।তবে এটি দ্রুত বন্ধ করার কিছু উপায় রয়েছে। যা আর্টিকেলের উপরের অংশটিতে বর্ণনা করা হয়েছে। আপনি যদি হেঁচকি বন্ধ করার কোন উপায় সম্পর্কে জেনে না থাকেন তাহলে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ে আসুন।তাহলে হেঁচকি বন্ধ করার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

আশা করি হেচকি বন্ধ করার দোয়া সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পেরেছেন।তাহলে আজকের আর্টিকেলে আমি হেঁচকি বন্ধ করার উপায় নিয়ে আলোচনা করেছি।

পরিশেষে: হেঁচকি বন্ধ করার উপায়-হেঁচকি বন্ধ করার দোয়া

সুপ্রিয় পাঠক, আশা করি আপনারা হেঁচকি কেন হয়? হেঁচকি বন্ধ করার উপায়, হেঁচকি বন্ধ করার ঘরোয়া উপায়, হেঁচকি বন্ধ করার দোয়া সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আপনি যদি হেঁচকি কেন হয়? হেঁচকি বন্ধ করার উপায়, হেঁচকি বন্ধ করার ঘরোয়া উপায়, হেঁচকি বন্ধ করার দোয়া সম্পর্কে বিস্তারিত না জেনে থাকেন তাহলে আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।এ রকম আর্টিকেল পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন।