সাহিত্য কাকে বলে? – সাহিত্য কত প্রকার ও কি কি: আমরা বাঙালি এবং আমরা বাংলা ভাষায় কথা বলে থাকি। আমরা বাংলা ভাষার মাধ্যমে আমাদের মনের ভাব একে অন্যের কাছে প্রকাশ করে থাকি। আমরা যখন আমাদের মনের ভাব বিশেষ কোন সৃজনশীলতার মাধ্যমে লিখিত আকারে প্রকাশ করে থাকি তখন তা সাহিত্য হিসাবে ধরা হয়ে থাকে। সাহিত্য সৃজনশীল আকারে প্রকাশ করা হয় বলে একে শিল্প হিসাবে ধরা হয়। মানুষের মনের ভাবকে একমাত্র সাহিত্যের মাধ্যমে শিল্প হিসাবে প্রকাশ করা সম্ভব।
আরো পড়ুন: চকচক করলে সোনা হয় না ইংরেজি অনুবাদ
সুপ্রিয় পাঠক, আজকের আর্টিকেলের সম্পূর্ণ অংশ জুড়ে সাহিত্য নিয়ে আলোচনা করা হবে। আলোচনার মূল কেন্দ্রে থাকবে সাহিত্য কাকে বলে? সাহিত্য কত প্রকার ও কি কি। চলুন আর দেরি না করে আমরা প্রথমেই জেনে নেই সাহিত্য কাকে বলে?
সাহিত্য কাকে বলে?
সাহিত্য মানুষের ভাবকে সৃজনশীল আকারে প্রকাশের লেখনি মাধ্যম যা শিল্পের অর্ন্তুভূক্ত। সাহিত্য বলতে শিল্প সমৃদ্ধ কোন বিষয়বন্তুর লিখিত প্রকাশকে ধরা হয়। সহজ করে বলতে গেলে সাহিত্য বলতে এমন কোন লেখাকে বোঝানো হয় যা সৃজনশীল ও শিল্প সমৃদ্ধ । এই শিল্প সমৃদ্ধতাই যখন সাধারণ কোন লেখাকে অন্যসব লেখা থেকে আলাদা করে তখন তাকে সাহিত্য বলে। এক কথায় বলা যায় সাহিত্য হলো শিল্প সমৃদ্ধ নান্দনিক লেখনি।
সাহিত্য কত প্রকার ও কি কি
সুপ্রিয় পাঠক, আশা করি আপনি সাহিত্য কাকে বলে তা জানতে পেরেছেন। এখন আমি আলোচনা করবো সাহিত্য কত প্রকার ও কি কি। চলুন তাহলে সাহিত্য কত প্রকার ও কি কি জেনে নেওয়া যাক।
সাহিত্য মূলত দুই প্রকার
- দেশি সাহিত্য
- বিদেশি সাহিত্য
সাহিত্যের ধরণ অনুযায়ী সাহিত্য দুই প্রকার – যথা
- গদ্য সাহিত্য
- পদ্য সাহিত্য বা কাব্য সাহিত্য
গদ্য সাহিত্য। সাহিত্য কাকে বলে? – সাহিত্য কত প্রকার ও কি কি
গদ্য সাহিত্য হলো মানুষের কথ্য ভাষার একধরণের লেখ্য রুপ। প্রথম দিকে চিঠি লেখার মাধ্যমে গদ্য সাহিত্যের সৃষ্টি হয়। পাশাপাশি দলিল দস্তাবেজ প্রনয়ণে ও ধর্মীয় গ্রন্থ রচনায় গদ্য ব্যবহার করা হতো। পরবর্তীতে তা গদ্য সাহিত্যে রুপদান করে। গদ্য সাহিত্য মূলত নির্ভর করে শব্দের ব্যবহার ও বাক্যে শব্দ বা পদের স্থাপনের ধারাবাহিকতার মাধ্যমে।
পদ্য সাহিত্য। সাহিত্য কাকে বলে? – সাহিত্য কত প্রকার ও কি কি
কবিতা বা পদ্য সাহিত্য হচ্ছে শব্দের ছান্দসিক প্রকাশ যা লেখকের অনিবার্য ভাবার্থের বাক্য বিন্যাস। কবিতা একজন কবির আবেগ অনুভূতি, চিন্তা, দর্শন উপমা ও চিত্রকল্পের আন্দোলিত সৃষ্টি। কবি পৃথিবা নামক গ্রহ থেকে নানা রকম রসদ সংগ্রহ করে তার কবিতার বিষয়বস্তু সাজিয়ে থাকেন। পৃথিবী, মানুষ, প্রকৃতি থেকে প্রাপ্ত দর্শন নিয়ে ছান্দসিক সৌন্দর্য সৃষ্টি করে শব্দের মাধ্যমে যে ব্যঞ্জনা ও রসের সৃষ্টি করে পাঠকের হৃদয়কে আপ্লুত করে তাকে কবিতা বলে।
আরো পড়ুন: পাখির অপকারিতা – পরিবেশে পাখির ভূমিকা
এছাড়াই সাহিত্যের প্রকারভেদ করা যায়। সাহিত্যের ধারা অনুযায়ী সাহিত্যকে বিভক্ত করা হয়েছে। সেদিক থেকে সাহিত্য প্রধাণত চার প্রকার।
সাহিত্য প্রধানত চার প্রকার – যথা
- কাব্য সাহিত্য বা কবিতা
- উপন্যাস সাহিত্য
- নাট্য সাহিত্য বা নাটক
- প্রবন্ধ সাহিত্য
কবিতা বা কাব্য সাহিত্য।সাহিত্য কাকে বলে? – সাহিত্য কত প্রকার ও কি কি
কবিতা হচ্ছে শব্দের ছান্দসিক প্রকাশ যা লেখকের অনিবার্য ভাবার্থের বাক্য বিন্যাস। কবিতা একজন কবির আবেগ অনুভূতি, চিন্তা, দর্শন উপমা ও চিত্রকল্পের আন্দোলিত সৃষ্টি। কবি পৃথিবা নামক গ্রহ থেকে নানা রকম রসদ সংগ্রহ করে তার কবিতার বিষয়বস্তু সাজিয়ে থাকেন। পৃথিবী, মানুষ, প্রকৃতি থেকে প্রাপ্ত দর্শন নিয়ে ছান্দসিক সৌন্দর্য সৃষ্টি করে শব্দের মাধ্যমে যে ব্যঞ্জনা ও রসের সৃষ্টি করে পাঠকের হৃদয়কে আপ্লুত করে তাকে কবিতা বলে।
উপন্যাস বা উপন্যাস সাহিত্য। সাহিত্য কাকে বলে? – সাহিত্য কত প্রকার ও কি কি
উপন্যাস হলো গদ্যে লেখা এক ধরণের কথা সাহিত্য। উপন্যাস শব্দের আক্ষরিক অর্থ দাঁড়ায় বিশেষরুপে স্থাপন। উপন্যাস হলো কোন কাহিনীকে বিবৃত করার এক ধরণের বিশেষ কৌশল বা পদ্ধতি। সাহিত্যের ইংরেজি প্রতিশব্দকে Novel বলা হয়। উপন্যাসের সংজ্ঞা বলতে গেলে উপন্যাস হলো গদ্যে লেখা কোন কাহিনীর এমন একধরণের বিবরণ যার মধ্য দিয়ে মানব-মানবীর জীবনের বাস্তব চিত্র প্রতিফলিত হয়।
উপন্যাসের বুৎপত্তি ও আভিধানিক অর্থ হলো মানব-মানবীর জীবনের বাস্তবা অবলম্বনে নির্মিত এক ধরণের কল্পিত উপাখ্যান ।
নাটক বা নাট্য সাহিত্য। সাহিত্য কাকে বলে? – সাহিত্য কত প্রকার ও কি কি
নাটক সাহিত্যের একটি বিশেষ ধারা। সাধারণত নাটক একটি লিখিত পান্ডুলিপি যা অভিনয় করে পরিবেশন করা হয়। নাট্যকার মূলত নাটক লিখে থাকেন অভিনয় করার জন্য। নাটকে স্থান কাল ও পরিবেশের পাশাপাশি সংলাপ থাকে। সংলাপের মাধ্যমে মানব-মানবীর জীবনের বাস্তব চিত্র তুলে ধরা হয়। নাটক হলো এমন এক ধরণের সাহিত্য যার মাধ্যমে সরাসরি দর্শকের সামনে মানব-মানবীর বাস্তবচিত্র উপস্থাপন করা হয়।
আরো পড়ুন: ঘুঘু দেখেছ, ফাঁদ দেখ নি-এর ইংরেজি, Meaning in English & English Translation
প্রবন্ধ বা প্রবন্ধ সাহিত্য। সাহিত্য কাকে বলে? – সাহিত্য কত প্রকার ও কি কি
প্রবন্ধ শব্দের প্রকৃত অর্থ হলো প্রকৃষ্ট রুপে বন্ধন। প্রকৃষ্ট রুপে বন্ধন বলতে মূলত বুঝানো হয় চিন্তা ও বিষয়বস্তুর ধারাবাহিক বন্ধন। সেদিক থেকে প্রবন্ধ হলো এক ধরণের নাতিদীর্ঘ ও সুবিন্যস্ত গদ্য। যেখানে ভাব ও ভাষাকে সমান গুরুত্ব বিবেচনায় আনা হয়।
একজন লেখক যখন তার বুদ্ধিমত্তা ও কল্পনাশক্তিকে কাজে লাগিয়ে নাতিদীর্ঘ সাহিত্যরুপ সৃষ্টি করেন তখন তাকে নাটক বলে।