সুপ্র্রিয় পাঠক, শ্রী শ্রী সরস্বতী পূজা ২০২৩ কত তারিখে পালিত হবে তা যদি জানতে চান তাহলে আজকের পোস্টটি শুধুমাত্র আপনার জন্য। আজকের এ পোস্টের মাধ্যমে সরস্বতী পূজা ২০২৩ বা সরস্বতী পূজা কত তারিখে 2023 সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। তাই শ্রী শ্রী সরস্বতী পূজা ২০২৩ ও সরস্বতী পূজা কত তারিখে 2023 জানতে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
সূচিপত্র: শ্রী শ্রী সরস্বতী পূজা।সরস্বতী পূজা লিস্ট জেনে নিন
- সরস্বতী পূজা ২০২৩ জেনে নিন
- সরস্বতী পূজা লিস্ট জেনে নিন
- মাঘ মাসের কত তারিখ সরস্বতী পূজা ২০২৩ । সরস্বতী পূজা ২০২৩ বাংলা তারিখ জেনে নিন
- সরস্বতী পূজা তিথি জেনে নিন
- সরস্বতী পূজা ২০২৩ সময়সূচি বাংলাদেশ জেনে নিন
সরস্বতী পূজা ২০২৩ জেনে নিন
শ্রী শ্রী সরস্বতী পূজা ২০২৩ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের এ আর্টিকেলের মাধ্যমে । কথায় আছে হিন্দু ধর্মে বারো মাসে তেরা পার্বণ। হিন্দু ধর্মের অন্যতম পূজা গুলোর একটি পূজা হলো সরস্বতী পূজা। হিন্দু ধর্মের অনুসারীরা বিশ্বাস করেন সরস্বতী দেবী হলো বিদ্যার দেবী। সরস্বতী দেবী যার প্রতি খুঁশি থাকেন সে জ্ঞানলাভ করতে পারে এবং যার প্রতি অখুঁশি থাকেন সে জ্ঞানলাভ করতে পারে না। অর্থাৎ সে বিদ্যা লাভ করতে পারে না। তাই প্রতিবছর একটি নির্দিষ্ট সময়ে বিদ্যা দেবী সরস্বতীকে সন্তুষ্ট করার জন্য সরস্বতী পূজা পালন করা হয়।
ভারতের ন্যায় বাংলাদেশেও প্রতিবছর সরস্বতী পূজা পালন করা হয়। বিশেষ করে শিক্ষার্থীরা এ পূজা করে থাকে। যাতে বিদ্যাদেবীর অশেষ কৃপায় তারা জ্ঞানার্জন করতে পারে ও পরীক্ষায় ভাল রেজা্ল্ট করতে পারে। অনেকে আবার তার সন্তানের শিক্ষায় হাতেখড়ি সরস্বতী পূজার মাধ্যমে করে থাকেন।সরস্বতী পূজা অন্যান্য পূজার মতো বাসায় বা মন্দিরে হলেও শিক্ষাপ্রতিষ্ঠানও এ পূজার আয়োজন করে।
আরো পড়ুন: সরস্বতী পূজার মন্ত্র pdf- সরস্বতী পূজার মন্ত্র পুস্পাঞ্জলী জেনে নিন
এসময় সরস্বতী পূজা উপলক্ষে বাড়ীতে বাড়ীতে, মন্দিরে মন্দিরে ও শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমূখর পরিবেশ বিরাজ করে। সকাল থেকে শিক্ষার্থীরা স্কুল কলেজে অবস্থান করে ও সরস্বতী পূজায় অংশগ্রহন করে। এসময় পূজা মন্ডবে প্রাসাদ বিতরণ অনুষ্ঠান হয়ে থাকে।
এখন কথা হলো সরস্বতী পূজা ২০২৩ কবে? আজকের এ আর্টিকেলে আমি সরস্বতী পূজা মাঘ মাসের কত তারিখে সরস্বতী পূজা ২০২৩ এবং সরস্বতী পূজা ২০২৩ সময়সূচি বাংলাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা করবো। পাশাপাশি সরস্বতী পূজা লিস্ট, সরস্বতী পূজা তিথি ও সরস্বতী পূজা ২০২৩ বাংলা তারিখ এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
সরস্বতী পূজা লিস্ট জেনে নিন
সুপ্রিয় পাঠক, এখন আমি সরস্বতী পূজা লিস্ট নিয়ে আলোচনা করবো। সরস্বতী পূজা করতে কিছূ নিয়ম পালন করতে হয় এবং কিছূ জিনিস অব্যশই লাগে। যে জিনিসগুলো ছাড়া কোনভাবেই সরস্বতী পূজা পালন করা সম্ভব নয় । আমি এখন সেসব জিনিসের লিস্ট তুলে ধরবো।
সরস্বতী পূজা লিস্ট নিম্নরুপ:
- বসন্ত পঞ্চমী যন্ত্র (১টি)
- ভগবান সরস্বতী ফটো (১টি)
- আমের পত্র (৩টি)
- দ্বারা নির্মিত আসন (৪টি)
- ধূপকাঠি (৫টি)
- অক্ষত (১০০ গ্রাম পরিমান)
- অষ্টগন্ধ
- আতর (সুগন্ধি)
- চন্দন গুঁড়া -সাদা(২৫গ্রাম)
- চন্দন গুঁড়া -লাল(২৫গ্রাম)
- স্টিলের জলের কলসি (১টি)
- ধূপ কাঠি
- হলুদ গুঁড়া (৫০ গ্রাম)
- সুপারি
- নারকেল
- সাদা কাপড়
- গুড় (১০০গ্রাম)
- কুমকুম
- পবিত্র জল (গঙ্গাজল)
- তাম্বুলম
আশা করি আপনি সরস্বতী পূজা লিস্ট এর মাধমে সরস্বতী পূজায় কোন কোন জিনিস দরকার হয় তা জানতে পেরেছেন। ইতিমধ্যে আমি শ্রী শ্রী সরস্বতী পূজা ২০২৩ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এ পর্যায়ে আমি মাঘ মাসের কত তারিখে সরস্বতী পূজা ২০২৩ ও এবং সরস্বতী পূজা তিথি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরবো এবং এর পর সরস্বতী পূজা ২০২৩ সময়সূচি বাংলাদেশ এবং সরস্বতী পূজা ২০২৩ বাংলা তারিখ সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করবো।
মাঘ মাসের কত তারিখ সরস্বতী পূজা ২০২৩ । সরস্বতী পূজা ২০২৩ বাংলা তারিখ জেনে নিন
মাঘ মাসের কত তারিখ সরস্বতী পূজা ২০২৩ ,সরস্বতী পূজা ২০২৩ বাংলা তারিখ এ বিষয়ে এখন আমি বিস্তারিত তথ্য তুলে ধরবো। আপনি যদি জানতে চান মাঘ মাসের কত তারিখ এ বছর সরস্বতী পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে তাহলে আর্টিকেলের এ অংশটি মনোযোগসহকারে পড়তে থাকুন।
আর্টিকেলের এ অংশে আমি মাঘ মাসের কত তারিখ সরস্বতী পূজা ২০২৩, সরস্বতী পূজা ২০২৩ বাংলা তারিখ নিয়ে আলোচনা করবো। মাঘ মাসের ১১ তারিখ রোজ বৃহস্পতিবার সরস্বতী পূজা পালিত হবে। মাঘ মাসের কত তারিখ সরস্বতী পূজা ২০২৩,সরস্বতী পূজা ২০২৩ বাংলা তারিখ আশা করি বুঝতে পেরেছেন।
আরো পড়ুন: শ্রী শ্রী সরস্বতী পূজা পদ্ধতি জেনে নিন
মাঘ মাসের কত তারিখ সরস্বতী পূজা ২০২৩, সরস্বতী পূজা ২০২৩ বাংলা তারিখ এ বিষয় সম্পর্কে নিশ্চয়ই আপনি বিস্তারিত জানতে পেরেছেন। পাশাপাশি আপনি শ্রী শ্রী সরস্বতী পূজা ২০২৩ ও সরস্বতী পূজা লিস্ট সম্পর্কেও বিস্তারিত জানতে পেরেছেন। এরপর আমি সরস্বতী পূজা ২০২৩ সময়সূচি বাংলাদেশ ও সরস্বতী পূজা তিখি সম্পর্কে আলোচনা করবো।
সরস্বতী পূজা তিথি জেনে নিন
সরস্বতী পূজা তিথি জানতে চা্ইলে আর্টিকেলের এই অংশটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর্টিকেলের এ অংশে আমি সরস্বতী পূজা তিথি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। সরস্বতী পূজা করতে চাইলে সরস্বতী পূজা তিখি জানা একান্ত প্রয়োজন। কারণ সরস্বতী পূজা তিথি ছাড়া কখনোই পালন করা যায় না। চলুন সরস্বতী তিখি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
সরস্বতী পূজা তিথি: প্রতিবছর মাঘ মাসের শুল্কা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা পালন করা হয়ে থাকে। অতএব মাঘ মাসের পঞ্চমী শুক্লা তিথিতে সরস্বতী পূজা পালন করতে হয়।
বাংলাদেশ সময় : বাংলাদেশে ২০২৩ সালে মাঘ মাসের পঞ্চমী তিথি শুরু হবে: ১২:৩৪ পি.এম ২৫ জানুয়ারী ২০২৩। বাংলাদেশে ২০২৩ সালে মাঘ মাসের পঞ্চমী তিথি শেষ হবে:১০:২৮ পি.এম ২৬ জানুয়ারী ২০২৩।
আশা করি সরস্বতী পূজা তিথি সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পেরেছেন। ইতো:মধ্যে আপনি শ্রী শ্রী সরস্বতী পূজা ২০২৩ এবং সরস্বতী পূজার লিস্ট সম্পর্কে জানতে পেরেছেন। এ অংশে আপনি মাঘ মাসের কত তারিখে স্বরস্বতী পূজা ২০২৩ ও সরস্বতী পূজা ২০২৩ বাংলা তারিখ সম্পর্কে জেনেছেন। এরপরে আমি সরস্বতী পূজা ২০২৩ সময়সূচি বাংলাদেশ নিয়ে আলোচনা করবো।
সরস্বতী পূজা ২০২৩ সময়সূচি বাংলাদেশ জেনে নিন
সুপ্র্রিয় পাঠক আপনি যদি জানতে চান সরস্বতী পূজা ২০২৩ সময়সূচি বাংলাদেশ সম্পর্কে তাহলে আর্টিকেলের এ অংশটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর্টিকেলের এ অংশে আমি সরস্বতী পূজা ২০২৩ সময়সূচি বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত আলোচানা করবো। তাই সরস্বতী পূজা ২০২৩ সময়সূচি বাংলাদেশ জানতে আর্টিকেলটি পড়তে থাকুন।
আরো পড়ুন: মাঘী পূর্ণিমা ২০২৩ কবে তা জানুন
জানুয়ারী মাসের ২৬ তারিখে ২০২৩ সালে সরস্বতী পূজা পালিত হবে।আশা করি আপনি সরস্বতী পূজা ২০২৩ সময়সূচি বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আজকের এ আর্টিকেলের মাধ্যমে আপনি জানতে পেরেছেন শ্রী শ্রী সরস্বতী পূজা ২০২৩ কবে।সরস্বতী পূজা লিস্ট ও মাঘ মাসের কত তারিখ সরস্বতী পূজা ২০২৩, সরস্বতী পূজা ২০২৩ বাংলা তারিখ, সরস্বতী পূজা তিথি, সরস্বতী পূজা ২০২৩ সময়সূচি বাংলাদেশ সম্পর্কেও আপনি বিস্তারিত তথ্য জানতে পেরেছেন।
শ্রী শ্রী সরস্বতী পূজা ২০২৩ জেনে নিন। সরস্বতী পূজার লিস্ট
আশা করি আজকের এ পোস্টের মাধমে আপনি শ্রী শ্রী সরস্বতী পূজা ২০২৩ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আপনি এও জানতে পেরেছেন সরস্বতী পূজা কত তারিখ অনুষ্ঠিত হবে। আজকের এ পোস্টটি আপনার ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভাল থাকবেন। সুস্থ্য থাকবেন। এরকম পোস্ট পেতে আমাদের এ ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন।