মোবাইলে-চাকরির-আবেদনে-ছবির-সাইজ-করার-নিয়ম-1.webp

 

মোবাইলে চাকরির আবেদনে ছবির সাইজ: বর্তমান চাকুরীর বাজারে চাকরি পা্ওয়া আর সোনার হরিণ পাওয়া সমান কথা। তাই চাকরির জন্য নতুন নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরপরই শিক্ষিত বেকারগণ সরকারি চাকরির আবেদন করছে।তারা চাকরির আবেদনের জন্য প্রায় বেশিরভাগ সময় কম্পিউটারের দোকানে গিয়ে থাকে।সরকারি চাকরির আবেদন করার জন্য তাদের কম্পিউটারের দোকানে চাকরির আবেদন ফি প্রদানের সময় কম্পিউটার অপারেটরকে অতিরিক্ত টাকা দিতে হয় তার কাজের মজুরি সরুপ। অনেকেই জানতে চায় মোবাইল ফোন দ্বারা চাকরির আবেদন করা যায় কিনা।হ্যাঁ অবশ্যই যায়।আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে চাকরির আবেদন করতে পারেন।

আরো পড়ুন: অনলাইনে জমির দলিল বের করার নিয়ম বাংলাদেশ

আপনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে আপনি আজ থেকেই আপনার চাকরির আবেদন আপনি নিজেই করতে পারবেন। এজন্য আপনাকে নিয়োগ বিজ্ঞপ্তি সংগ্রহ করতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে চাকরির আবেদনপত্র পূরণ করতে হবে।মোবাইলে চাকরির আবেদন করার সময় সবাই যে বিষয়টিতে সমস্যার স্বীকার হয় তা হলো ছবির সাইজ। মোবাইলে চাকরির আবেদনে ছবির সাইজ কিভাবে করতে হবে তা অনেকেই জানে না। তাই এখন আমি মোবাইলে চাকরির আবেদনে ছবির সাইজ কিভাবে ঠিক করবেন সে বিষয় নিয়ে আলোচনা করবো।

মোবাইলে চাকরির আবেদনে ছবির সাইজ করার নিয়ম

মোবাইলে চাকরির আবেদনে ছবির সাইজ ঠিক করার নিয়ম অনেকেই জানে না। তাই আপনি যদি অনলাইনে চাকরির আবেদনে ছবির সাইজ ঠিক করার নিয়ম সম্পর্কে জানতে চান তাহলে আর্টিকেলের এ অংশটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। কারণ, এখন আমি মোবাইলে চাকরির আবেদনে ছবির সাইজ করার নিয়ম নিয়ে আলোচনা করবো। চলুন আর দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক।

See also  দলিল কি। দলিল কত প্রকার ও কি কি জেনে নিন

চাকরির আবেদনে ছবি ও স্বাক্ষর এডিট করার নিয়ম

করণীয় – ০১

আপনি যে ছবিটি আপানর চাকরির আবেদনে ব্যবহার করতে চান সেই ছবিটিকে প্রথমে ক্রোপ করে নিতে হবে। আশা এ কাজটি আপনি আপনার মোবাইল  থেকে খুব সহজেই করতে পারবেন।

করণীয় -০২

এরপর আপনার ব্যবহৃত ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হবে। এজন্য আপনাকে যা করতে হবে তাহলো আপনাকে remove.bg এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করার পর আপনি আপলোড ইমেজ নামে একটি অপশন পাবেন এবং সেখানে ক্লিক করে আপনার ছবিটি দিলে অটোমেটিক আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে।এরপর সেখান থেকে আপনি ছবিটি ডাউনলোড করবেন।

Google news – আমাদের সঙ্গেই থা্কুন

করণীয় -০৩

এরপর আপনার ডাউনলোডকৃত png  ছবিটিকে jpg ফরমেট করতে হবে। এজন্য আপনাকে png2jpg.com এই ওয়েবাসাইটে প্রবেশে করতে হবে।এই ওয়েবাসাইটে প্রবেশ করার পর সেখানে আপনি আপলোড ফাইলস নামে একটি অপশন পাবেন। সেখানে আপনার ইমেজটিকে আপলোড করলে সেটি জেপিজি ফরমেট হবে এবং আপনার সামনে সাদা ব্যাকগ্রাউন্ডযুক্ত একটি চাকরির আবেদন উপযোগী ছবি পাবেন।

করণীয় -০৪

আপনি কি ভাবছেন আপনার কাজ শেষ? না আপনার কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। আপনার চাকরির আবেদনে নির্দিষ্ট পরিমান সাইজের ছবি আপলোড করতে হয়। এখন আপনার চাকরির আবদেন উপযোগী ছবির সাইজ ঠিক  করতে হবে। এজন্য আপনি picresize.com ওয়েব সাইটে প্রবেশ করে ছবি আপলোড অপশনে ছবি আপলোড করতে হবে।

এরপর CONTINUE TO EDIT PICTURE অপশনে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলে আপনি Resize your picture অপশন পাবেন। নিচে স্ক্রোল করলে আপনি 50% smaller অপশন পাবেন । সেখানে ক্লিক করলে আপনি Custome size নামক অপশন পাবেন।সেখানে ক্লিক করে আপনি আপনার প্রয়োজনীয় Width & Hight দিয়ে সেভ এস এ ক্লিক করে jpg সিলেক্ট করুন।এভাবে আপনি আপনার সাইজ ঠিক করতে পারবেন।

See also  এস.ই.ও (SEO) কি? এসইও সম্পর্কে বিস্তারিত জেনে নিন

আশা করি কিভাবে আপনি মোবাইলে চাকরির আবেদনে ছবির সাইজ করবেন তা বুঝতে পেরেছেন। আপনি যদি মোবাইলে চাকরির আবেদনে ছবির সাইজ করার নিয়ম জেনে না থাকেন তাহলে উপর থেকে সম্পূর্ণ আর্টিকেলটি  মনোযোগ সহকারে পড়ে আসুন।

সরকারি ছুটির তালিকা ২০২৩ – সরকারি ছুটির তালিকা 2023 pdf

মোবাইলে চাকরির আবেদনে ছবির সাইজ

আপনি যখন চাকরির আবেদন করত যাবেন তখন প্রায় প্রতিটি চাকরির আবেদনে আপনাকে নির্দিষ্ট সাইজের ছবি আপলোড করতে হয়।বেশির ভাগ সরকারি চাকরির আবেদনে আপনাকে 300*300 মেগা পিক্সেল এর ছবি আপলোড করতে হয় এবং স্বাক্ষর করতে হয় 300*80 পিক্সেল সাইজের ছবি।আর আপনি যদি মোবাইলে চাকরির আবেদনে ছবির সাইজ করতে চান তাহলে আপনাকে আপনার মূল ছবিকে রিসাইজ করতে হবে।

এজন্য উপরোক্ত নিয়ম ছাড়াও আপনি আপনার ছবিকে রিসাইজ করতে পারবেন। আপনি যেহেতু মোবাইলের মাধ্যমে আপনার চাকরির আবেদন করছেন সেহেতু আগে থেকেই আপনার নিজের ছবি ও স্বাক্ষরকৃত ছবি আপনার ফোন মেমরিতে সেভ করতে রাখতে হবে।

এরপর আপনাকে যা করতে হবে  তা হলো প্লে স্টোর থেকে আপনাকে রিসাইজ নামক অ্যাপস গুলো থেকে যেটির রেটিং রেট বেশি এরকম একটি রিসাইজ নামক অ্যাপস ডাউনলোড করতে হবে।এরপর সেই অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করে তাতে প্রবেশ করে আপনি আপনার ছবিটিকে মোবাইলের মাধ্যমে রিসাইজ করে নিতে পারেন।

এচাড়া আপনি যখন আবেদন করতে শুরু করবেন তখন অনেক সময় ছবি ও সিগনেচার সাইজ করার টুল অটোমেটিক এসে থাকে।আপনি চাইলে সেখান থেকেও চাকরির বিজ্ঞপ্তি অনুসারে নির্দিষ্ট পরিমান ছবির রিসাইজ করে ছবির সাইজ ঠিক করে ব্যবহার করতে পারেন।

টেলিটক নাম্বার দেখার উপায় জেনে নিন

পরিশেষে: মোবাইলে চাকরির আবেদনে ছবির সাইজ করার নিয়ম ২০২৩

আশা করি আপনি মোবাইলে চাকরির আবেদনে ছবির সাইজ করার নিয়ম ২০২৩ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। কারণ আজকের এ আর্টিকেলে আমি মোবাইলে চাকরির আবেদনে ছবির সাইজ করার  নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি মোবাইলে চাকরির আবেদন করার নিয়ম জেনে না থাকেন তাহলে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। আমাদের এই পোস্টটি ভাল লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ধরনের পোস্ট পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন।

See also  কিস্তিতে ওয়ালটন ফ্রিজের দাম ২০২৩ - কিস্তিতে ওয়ালটন ফ্রিজ কেনার নিয়ম