খুব সহজে বিটকয়েন একাউন্ট খোলার নিয়ম
সুপ্রিয় পাঠক, আস সালামু আলাইকুম। আপনারা অনেকেই বিটকয়েন একাউন্ট খোলার নিয়ম জানার জন্য গুগলে সার্চ করে থাকেন। তাই আপনারা যারা বিটকয়েন একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানতে চান তাদের জন্য আজকের এ পোস্টটি। আজকের এ পোস্টের মাধ্যমে আমি বিটকয়েন একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
বিটকয়েন কি? – What is Bitcoin?
সুপ্রিয় পাঠক, বিটকয়েন একাউন্ট খোলার আগে যেটা সর্বপ্রথম জানা উচিত তা হলো বিটকয়েন কি? বিটকয়েন সম্পর্কে পুরোপুরি না জেনে বিটকয়েন একাউন্ট খুলে কোন লাভ হবে না। তাই চলুন জেনে নেই বিটকয়েন কি? বিটকয়েন হলো ডিজিটাল উপায়ে ব্যবহৃত একধরণের মুদ্রা। অন্যান্য মুদ্রার মতো বিটকয়েনও এক ধরণের মুদ্রা। তবে বিটকয়েন অন্যান্য মুদ্রার মতো নয়।এটা ডিজিটাল উপায়ে অনলাইনে ব্যবহার করা হয়।
আরো পড়ুন: ছাত্রছাত্রীদের ঘরে বসে অনলাইনে আয় করার কার্যকরী উপায়
আপনি চাইলেও বিটকয়েন হাতে ধরতে পারবেন না।কিন্তু আপনি আপনার ইচ্চামতো খরচ করতে পারবেন।তাই বিটকয়েনকে ডিজিটাল কারেন্সি বলে।এটি অনলাইনে ব্যবহারের সুযোগ আছে বলে একে ইলেকট্রনিক মুদ্রাও বলা হয়।
বিটকয়েন মালিক বিহীন একটি মুদ্রা। এর কোন নির্দিষ্টি মালিকানা নেই। শুনতে অবাক লাগছে তাই না? অবাক হওয়ার কিছু নেই।আপনি বলুন তো ইন্টারনেটের কি কোন মালিকানা আছে? না নেই। ইন্টারনেটের যেমন কোন মালিকানা নেই কিন্তু সবাই সেটি উন্মুক্ত ভাবে ব্যবহার করতে পারে তেমনি বিটকয়েন এর ও কোন মালিকানা নেই। সবাই এটি ব্যবহার করতে পারে।
তবে আপনি যদি বিটকয়েন ব্যবহার করে সুবিধা নিতে চান তাহলে আপনার একটি বিটকয়েন একাউন্ট থাকতে হবে। বিটকয়েন একাউন্ট খোলার আগে অবশ্যই আমাদের জানতে হবে বিটকয়েন একাউন্ট খোলার সুবিধাগুলো কি? কেন ই বা আমরা বিটকয়েন একাউন্ট খুলবো। আচ্ছা যদিও বিটকয়েন একাউন্ট খুললাম তা থেকে ইনকাম করব কিভাবে।
বিটকয়েন একাউন্ট কেন খুলবো?
আমরা বিটকয়েন একাউন্ট কেন খুলবো এ বিষয়ে অনেকেই স্পষ্ট জানি না। কিন্তু বিটকয়েন একাউন্ট খোলার আগে আমাদেরকে অবশ্যই জানতে হবে আমরা বিটকয়েন একাউন্ট কেন খুলবো। দিনদিন তথ্য প্রযুক্তির উন্নতির সাথে ইলেকট্রনিক মুদ্রার প্রচলন বেড়ে গেছে ব্যাপকভাবে। ইলেকট্রনিক মুদ্রার ব্যবহার যে হারে বৃদ্ধি পাচ্ছ সে অনুযায়ী আগামী বিশ্বে কাগজি মুদ্রার প্রচলন একে বারেই কমে যাবে। ডিজিটাল মুদ্রার সুবিধা নেওয়ার জন্য এককথায় ডিজিটাল উপায়ে লেনদেন করার জন্য আমরা বিটকয়েন একাউন্ট খুলবো। চলুন বিটকয়েন একাউন্ট খোলার আগে জেনে নেই ১ বিটকয়েন সমান কতো টাকা?
এক বিটকয়েন সমান কতো টাকা?
আপনি যদি জানতে চান এক বিটকয়েন সমান কত টাকা তাহলে আর্টিকেলের এ অংশটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি জানেন এক বিটকয়েন সমান কত টাকা তাহলে আপনার চোখ চরকগাছ হবে। কেন না বর্তমান সময়ে বিটকয়েনের মূল্য আকাশচুম্বী। বিগত সালের বিটকয়েনের মূল্য পর্যালোচনা করলেই তা বোঝা যাবে। ধারণা করা হচ্ছে ২০২৫ সাল নাগাদ বিটকয়েনের মূল্য প্রায় দ্বিগুন হয়ে যাবে।
আমরা যদি ২০০৯ সালের বিটকয়েনের মূল্য নিয়ে আলোচনা করি তাহলে দেখতে পাবো ২০০৯ সালে ১ ডলার খরচ করে প্রায় ১৩০৯ বিটকয়েন কেনা যেতো, যখন ১ ডলার টাকার পরিমান ছিলো ৬৭.৪ টাকা। ২০০৮ সালে বিটকয়েনের তেমন মূল্য ছিলো না।
বর্তমান বিটকয়েনের মূল্য শুনলে আপনি বিশ্বাসেই করতে পারবেন না। এত মূল্য এই বিটকয়েন এর। ২০০৯ সালের দিকে বিটকয়েনর মূল্য হিসাবে পয়সা হিসাব করা হতো। কিন্তু এখন ১ বিটকয়েন সমান লক্ষ লক্ষ টাকা। কি অবাক হচ্ছেন এটা কি করে সম্ভব। এটাই সম্ভব হয়েছে।
বর্তমানে ১ বিটকয়েন সমান ৪০,০০০ মার্কিন ডলার বাংলাদেশের টাকা অনুযায়ী যা ৩৬ লক্ষ টাকা। দিনদিন এই বিটকয়েনের মূল্য হু হু করে বেড়ে চলছে। তবে বিটকয়েনের মূল্য কখনো স্থির থাকে না। বিটকয়েনের মূল্য মাঝে মাঝে উঠানামা করে থাকে।তবে বিটকয়েনের চাহিদা দিনদিন ব্যাপকভারে বৃদ্ধি পাচ্ছে।
সুপ্রিয় একক্ষন আমরা এক বিটকয়েন সমান কত টাকা এই নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করবো বিটকয়েন একাউন্ট খুলবেন কেমন করে বা বিটকয়েন একাউন্ট খোলার নিয়ম কি?
বিটকয়েন একাউন্ট খোলার নিয়ম
এতক্ষণ বিটকয়েনের আলোচনা শুনে আপনার হয়তো মনে হচ্ছে বিটকয়েন একাউন্ট খোলা খুবই কঠিন। না তেমনটি নয়। বিটকয়েন একাউন্ট খোলা খুবই সহজ। আপনি কোন প্রকার ঝামেলা ছাড়াই ঘরে বসে বিটকয়েন একাউন্ট খুলতে পারবেন। এজন্য প্রথমে আপনাকে coinbase account খুলতে হবে।কারণ কয়েন বেস একাউন্ট থেকে বিটকয়েন Wellet প্রদান করে থাকে; তাই কয়েনবেস একাউন্ট খুলতে হবে।
তাহলে চলুন প্রথমে আমরা coinbase account কিভাবে খুলতে হয় তা জেনে আসি।কয়েনবেস একাউন্ট কিভাবে খুলবেন –
ধাপ -০১
প্রথমে https://www.coinbase.com এ প্রবেশ করতে হবে।
ধাপ -০২
কয়েনবেস এ প্রবেশ করার পর সেখানে আপনি Get started বাটন দেখতে পাবেন। তারপর Get started বাটনে ক্লিক করতে হবে।
ধাপ -৩
Create an account নামে একটি নতুন ইন্টারফেস আপনার সামনে আসবে। সেখানে একটি ফর্ম থাকবে। সেই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে। সেখানে আপনার ইমেইল ব্যবহার করতে হবে।
ধাপ -৪
আপনার বয়স 18 বছর হয়েছে কিনা তা জানার জন্য একটি অপশন থাকবে সেখানে আপনাকে টিক দিতে হবে।
ধাপ-৫
তারপর আপনাকে Create an account অপশনে ক্লিক করত হবে। সেখানে ক্লিক করার সাথে সাথে coinbase থেকে আপনার ইমেইলে একটি ইমেইল ভেরিফিকেশণ করার জন্য মেসেজ যাবে। সেখান থেকে আপনাকে ইমেইল ভেরিফিকেশন করে নিতে হবে।
ধাপ-৬
ইমেইল ভেরিফিকেশন হয়ে গেলে আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে। সেখানে মোবাইল নাম্বার চাইবে । সেখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে।মোবাইল নাম্বার দিলে আপনার মোবাইলে একটি কোড যাবে। আপনার মোবাইলের কোডটি সাবমিট অপশনে বসাতে হবে এবং সাবমিট করতে হবে।
ধাপ-৭
এবার আপনার সামনে Congresstion অপশন চলে আসবে। এবং এর মধ্য দিয়ে আপনার coinbase একাউন্ট খোলার কাজ সম্পন্ন হবে।
ধাপ-৮
এরপর আপনি coinbase এর হোমপেজ অপশনে যান। সেখানে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনি আপনার কাঙ্খিত বিটকয়েন একাউন্ট খুলতে পারেন। এভাবে আপনি বিটকয়েন একাউন্ট করতে পারেন।
এভাবে আপনি উপরের ধাপগুলো অনুসরণ করে নিজেই খুব সহজে বিটকয়েন একাউন্ট খুলতে পারবেন। আশা করি কোন ঝামেলা হবে না।
বিটকয়েন থেকে বিকাশ
অনেকের মনে একটি প্রশ্ন ঘুরপাক খায় তাহলো বিটকয়েন থেকে বিকাশ এ টাকা ট্রান্সফার বা কনভার্ট করার কোন উপায় আছে কিনা। হ্যাঁ সুপ্রিয় পাঠক, উপায় আছে। আপনি খুব সহজে বিটকয়েন থেকে বিকাশ করে টাকা তুলতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে সর্তকতার সহিত কাজ করতে হবে।
বিটকয়েন থেকে টাকা আপনার বিকাশে নেওয়ার জন্য আপনাকে অবশ্যই বাংলাদেশী ডলার বাই সেল ওয়েবসাইটগুলোর সহায়তা নিতে হবে। কেননা ডলার বাই সেল ওয়েবসাইটগুলো কিপ্টোকারেন্সির মাধ্যমে বিটকয়েন থেকে বিকাশে টাকা নেওয়ার ব্যবস্থা করে থাকে।
এক্ষেত্রে আপনাকে অবশ্যই সর্তকতা থাকতে হবে। কেননা বাংলাদেশের যতগুলো ডলার বাই সেল ওয়েবসাইট রয়েছে সেগুলোর বেশিরভাগ ওয়েবাসাইটগুলো ফেক ওস্পাম হয়ে থাকে। একটি ভুল সিন্ধান্ত নিলে আপনার কষ্ট বেহেস্তে যেতে পারে। বেশির ভাগ ওয়েবাসাইট ১০০% পেমেন্ট করে না ।
এজন্য আপনি অল্প অল্প করে ডলার সেল দিতে পারেন। এতে আপনার ব্যয় খরচ কম পড়তে পারে। তাছাড়া আমার জানামতে Pay2change.com ভাল পেমেন্ট প্রদান করে থাকে। আপনি চাইলে Pay2change ওয়েবসাইটে একাউন্ট করে আপনার বিটকয়েন ভাঙ্গাতে পারেন।আশা করি কিভাবে আপনি বিটকয়েন থেকে বিকাশ এ টাকা কনভার্ট করবেন তা ভালভাবে বুঝতে পেরেছেন।
Pay 2 change একাউন্ট খোলার নিয়ম? ।বিটকয়েন একাউন্ট খোলার নিয়ম
আপনাকে Pay 2 change এ একাউন্ট করার জন্য
ধাপ -১
প্রথমে Pay2change.com ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে প্রবেশ করলে আপনার সামনে একটি ইন্টাফেস ওপেন হবে। তাপরপর সেখানে Sign Up অপশনে ক্লিক করতে হবে।
ধাপ -২
Sign Up অপশনে ক্লিক করলে আপনার সামনে একটি ফর্ম আসবে। সেখানে আপনার নাম,ইমেইল,ফোন নাম্বার দিতে হবে। তারপর সাইনআপ অপশনে ক্লিক করলে আপনার একাউন্ট তৈরি হবে। তারপর সেখান থেকে বিটকয়েন বিকাশে কনভার্ট করতে পারবেন।
এভাবে খুব সহজে আপনি Pay 2 change এ একাউন্ট করতে পারবেন।
বিটকয়েন কি বাংলাদেশে বৈধ?
অনেকেই প্রশ্ন করে থাকেন বিটকয়েন কি বাংলাদেশে বৈধ? এ প্রশ্নের উত্তর হলো না বিটকয়েন বাংলাদেশে বৈধ নয়। বাংলাদেশ ব্যাংক ২০১৪ সাল থেকে বিটকয়েন বাংলাদেশে অবৈধ ঘোষনা করেছে। বাংলাদেশে বিটকয়েন কেনাবেচা ও সংরক্ষন সম্পূর্ণরুপে নিষিদ্ধ।
বিটকয়েন একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে আশা করি আপনি বিস্তারিত জানতে পেরেছেন। এ বিষয়ে আরো কিছু জানার থাকলে আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ধরণের আর্টিকেল পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
বিটকয়েন একাউন্ট খোলার নিয়ম – FAQ
বিটকয়েন একাউন্ট খুলতে কি কি প্রয়োজন হয়?
একটি বিটকয়েন ওয়ালেট খুলতে তেমন কোন কিছুর প্রয়োজন হয় না। আপনাকে শুধু ইয়েলো কার্ড ক্রিপ্টো এক্সচেঞ্জ অ্যাপ ডাউনলোড করতে হবে।তারপর সেখানে ইনস্টল ও সাইনআপ করলে আপনি একটি বিনামূল্যে বিটকয়েন ওয়ালেট পাবেন।
একটি বিটকয়েন একাউন্ট খুলতে কত টাকা লাগে?
একটি বিটকয়েন একাউন্ট খুলতে তেমন কোন টাকার প্রয়োজন হয় না। কিপ্টোকারেন্সি বিনিয়োগ করতে সাধারণত কয়েক ডলার খরচ হতে পারে।যা সাধারণত $5 অথবা $10 লাগতে পারে।
কিভাবে বিটকয়েন নগদ টাকায় রুপান্তর করা যায়?
ডলার বাই সেল বা ব্রোকার এক্সচেন্স ব্যবহার করে আপনি বিটকয়েনকে নগদ টাকায় রুপান্তর করতে পারেন। এজন্য আপনাকে তৃতীয় কোন ব্রোকার এক্সচেন্স খুঁজে সেখানে একাউন্ট করে বিটকয়েন জমা দিয়ে ব্যাংক একাউন্ট বা পেপলের মাধ্যমে বিটকয়েনকে টাকায় রুপান্তর করতে পারেন।
বিটকয়েন কি বাংলাদেশ অনুমোদন করে?
না! বিটকয়েন বাংলাদেশ অনুমোদন করে না। ২০১৪ সাল থেকে বাংলাদেশে বিটকয়েন সংরক্ষণ ও কেনাবেচা সম্পূর্ণরুপে অবৈধ ও নিষিদ্ধ।এ থেকে বোঝা যায় বিটকয়েন বাংলাদেশ অনুমোদন করে না।
বিটকয়েন কি বাংলাদেশে বৈধ?
এ প্রশ্নের উত্তর হলো না বিটকয়েন বাংলাদেশে বৈধ নয়। বাংলাদেশ ব্যাংক ২০১৪ সাল থেকে বিটকয়েন বাংলাদেশে অবৈধ ঘোষনা করেছে। বাংলাদেশে বিটকয়েন কেনাবেচা ও সংরক্ষন সম্পূর্ণরুপে নিষিদ্ধ।
বিটকয়েন একাউন্ট কেন খুলবো?
লেকট্রনিক মুদ্রার ব্যবহার যে হারে বৃদ্ধি পাচ্ছ সে অনুযায়ী আগামী বিশ্বে কাগজি মুদ্রার প্রচলন একে বারেই কমে যাবে। ডিজিটাল মুদ্রার সুবিধা নেওয়ার জন্য এককথায় ডিজিটাল উপায়ে লেনদেন করার জন্য আমরা বিটকয়েন একাউন্ট খুলবো।