সুপ্রিয় পাঠক, আপনি যদি পুত্র সন্তান লাভের দোয়া ও আমল সম্পর্কে জানতে চান তাহলে আজকের এ পোস্টটি শুধুমাত্র আপনার জন্য। আজকের আর্টিকেলে আমি পুত্র সন্তান লাভের দোয়া ও আমল সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। তাই আপনি যুদ পুত্র সন্তান লাভের দোয়া ও আমল সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়তে থাকুন।চলুন আর দেরি না করে মূল আলোচনা শুরু করা যাক।

পুত্র লাভের দোয়া ও আমল

পুত্র সন্তান লাভের  দোয়া ও আমল

সন্তান দানের ক্ষমতা একমাত্র আমাদের সবার রব মহান আল্লাহ তাআলার। তিনি যাকে খুশি পুত্র সন্তান যাকে খুঁশি কন্যা সন্তান ও যাকে খুঁশি বন্ধ্যা করতে পারেন। এজন্য পুত্র সন্তান লাভের জন্য বেশি বেশি দোয়া ও আমল পাঠ করতে হবে। 

আরো পড়ুন: স্মৃতিশক্তি লাভের ইসলামিক উপায় জেনে নিন

মহান আল্লাহ তাআলা সুরা আশশুরার ৫০ নম্বর আয়াতে বলেন, “আমি যাকে খুঁশি কন্যা সন্তান যাকে খুঁশি পুত্র সন্তান দান করি। যাকে খুশিঁ পুত্রকন্যা উভয় দান করি আর যাকে খুঁশি বন্ধ্যা করি। এ আয়াত থেকে স্পষ্ট যে সন্তান পুত্র হবে না কন্যা হবে নাকি  কোন সন্তানেই হবে না তা একমাত্র মহান আল্লাহ তাআলা নির্ধারণ করেন। তবে বেশি বেশি দোয়া ও আমলের দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করতে পারলে আল্লাহ তাআলা খুঁশি হয়ে সন্তান দান করতে পারেন।

See also  শবে কদরের ফজিলত। লাইলাতুল কদরের ফজিলত ও গুরুত্ব জেনে নিন

পুত্র সন্তান লাভের দোয়া। পুত্র সন্তান লাভের দোয়া ও আমল

আর্টিকেলের এ অংশে আমি পুত্র সন্তান লাভের দোয়া সম্পের্কে বিস্তারিত আলোচনা করবো। আপনি যদি পুত্র সন্তান লাভের দোয়া কি তা জানতে চান তাহলে আর্টিকেলের এ অংশটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে আমি পুত্র সন্তান লাভের দোয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। চলুন আর দেরি না করে পুত্র সন্তান লাভের দোয়া টি জেনে নেওয়া যাক।

পুত্র সন্তান লাভের দোয়া: রাব্বী হাবলি মিনাস সালিহীন। 

অর্থ: হে আমার পালনকর্তা! আমাকে এক সৎপত্র দান করুন।

আশা করি আপনি জানতে পেরেছেন পুত্র সন্তান লাভের দোয়া কি।আপনি এ দোয়াটি বেশি বেশি আমল করলে আল্লাহ তাআলা আপনাকে পুত্র সন্তান দান করতে পারেন।

পুত্র সন্তান লাভের দোয়া ও আমল। পুত্র সন্তান লাভে জাকারিয়া (আ.) এর দোয়া

যাকারিয়া (আ.) বৃদ্ধ হয়েগিয়েছিলেন কিন্তু তবু তিনি কোন সন্তানের বাবা হতে পারেননি।একদিন তিনি দেথলেন মৌসুম ছাড়াই আল্লাহ তাআলা মারিয়াম (আ.) কে ফলদান করছেন। তখন যাকারিয়া (আ.) ভাবলেন আল্লাহ তাআলা মৌসুম ছাড়া ফল দিতে পারলে বৃদ্ধ বয়সেও সন্তান দিতে পারবেন। তখন তিনি এই দোয়া পাঠ করেন।

রাব্বি হাবলি মিল্লাদুনকা যুরিরয়্যাতান ত্বাইয়্যিবাহ, ইন্নাকা সামিউদ দুআ।

আরো পড়ুন: ঘুমানোর দোয়া বাংলায় জেনে নিন

আপনি পুত্র সন্তান লাভের জন্য এই দোয়া নিয়মিত পাঠ করতে পারেন।আশা করি আল্লাহ আপনার মনের ইচ্ছা পূরণ করবেন।

পুত্র সন্তান লাভের দোয়া ও আমল। সন্তান লাভে ইব্রাহিম (আ.) এর দোয়া

আল্লাহ তালার প্রিয় নবী হযরত ইব্রাহিম (আ.) পুত্রলাভের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন । মহান রাব্বুল আল-আমিন তার দোয়া কবুল করেছিলেন এবং তিনি পুত্র সন্তান লাভ করেছিলেন। দোয়াটি নিম্নরুপ: 

“রাব্বি হাবলি মিনাস সলেহিন।”

আপনি এই দোয়াটি নিয়মিত আমল করলে আল্লাহ তাআলা আপনার পুত্র সন্তান লাভের ইচ্ছা পূরণ করতে পারেন।

See also  রমজানের ফজিলত। রোজার গুরুত্ব। রমজানের হাদিস

পুত্র সন্তান লাভের আমল

সুপ্রিয় পাঠক এতক্ষন আমরা পুত্র সন্তান লাভের দোয়া সম্পর্কে আলোচনা করেছি এখন আমি পুত্র সন্তান লাভের আমল নিয়ে আলোচনা করবো। আপনি যদি পুত্র সন্তান লাভের আমল সম্পর্কে জানতে চান তাহলে আর্টিকেলের এ অংশটি মনোযোগ সহকারে পড়তে থাকুন। চলূন আর দেরি না করে পুত্র সন্তান লাভের আমল জেনে নেওয়া যাক।

  •  স্ত্রী সহবাসের পূর্বে ‘আল-মুতাকাব্বিরু’- ১০ বার পাঠ  করবেন।
  •  প্রতি নামাজের পর “রব্বি লা তাজারনী ফারদান ওয়া আংতা খইরুল ওয়ারিছীন”। (অর্থ- ‘হে আমার পালনকর্তা আমাকে সন্তানহীন ছেড়ে দেবেন না। আর আপনিই তো সর্বোত্তম ওয়ারিস।)তিনবার পাঠ করবেন।
  •  প্রত্যেক ফরয-নামাজের পর (সুবহানাল্লাহ) ৭০ বার এবং ( আস্তাগফিরুল্লাহ) ৭০ বার পাঠ করবেন।  তারপর সূরা নূহ-এর ১০,১১, ১২ নং আয়াত তেলোয়াত করবেন।’আমলটি তিন দিন পালন করবেন এবং তৃতীয় দিনে স্ত্রী-সহবাস করবেন। 
  • প্রত্যেক নামাযের পর “রব্বি হাব লী মিল্লাদুংকা যুররিয়্যাতাং ত্বইয়িবাহ, ইন্নাকা সামী’উদ দু’আ”  এই দোয়াটি পাঠ করবেন।
  •  ‘আল-আউয়ালু’ এই দোয়াটি ৪০ বার করে ৪০ দিন পাঠ করবেন।

পুত্র সন্তান লাভের দোয়া কবুলের আমল।পুত্র সন্তান লাভের দোয়া ও আমল 

  • সন্তান লাভের প্রবল ইচ্ছা বা আঙ্খাকা থাকতে হবে।
  • সন্তান লাভের প্রবল ইচ্ছার পাশাপাশি অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকতে হবে।
  • বিনয়ের সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে।
  • সদা সর্বদা নেক কাজে থাকতে হবে।

পুত্র সন্তান লাভে করণীয়।পুত্র সন্তান লাভের দোয়া ও আমল 

আপনি যদি ছেলে সন্তান লাভ করতে চান তাহলে আপনাকে বেশ কিছু করনীয় পালন করতে হবে।তবে আজকের এ আর্টিকেলে আমি ছেলে সন্তান লাভে করনীয় ২ টি কাজ উল্লেখ করবো। চলুন আর দেরি না করে করনীয় দুটি কাজ জেনে নেওয়া যাক।
১। দোয়া করা।দোয়ার চেয়ে উত্তম আর কিছু নেই।
২। শারিরীক  মিলনে নিয়ম পরিবর্তন করা।অর্থাৎ স্বামীর বীর্য আগে নির্গত করা এবং স্ত্রীর বীর্য পরে নির্গত করা। এতে স্ত্রীর বীর্য এর আগে স্বামীর বীর্য স্থান পেলে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা থাকে।

পুত্র সন্তান লাভে সহবাসে করণীয় ।পুত্র সন্তান লাভের দোয়া ও আমল 

  • নিয়ত করা
  • পাকপবিত্র হওয়া
  • পশুর মতো সংগম না করা
  • বিসমিল্লাহ বলে সহবাস শুরু করা
  • সহবাসের আগে সুগন্ধি ব্যবহার করা
  • পর্দা করা অবস্থানে সহবাস করা
  • সহবাস শুরু করার আগে শৃঙ্গার করা। 
  • সহবাস চলাকালে কিবলামূখী না হওয়া
  • স্বামী স্ত্রীর সম্পূর্ন উলঙ্গ না হওয়া
  • বীর্যপাতের পরপরেই আলাদা না হওয়া
  • বীর‌যপাতের দোয়া পড়া।

পুত্র সন্তান লাভের দোয়া ও আমল । পরিশেষে

আমাদের এ আর্টিকেলটি সম্পূর্ণ পড়ে থাকলে আশা করি আপনি পুত্র সন্তান লাভের দোয়া ও আমল সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।আর যদি পুত্র সন্তান লাভের দোয়া ও আমল সম্পর্কে  জেনে না থাকেন তাহলে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ে আসুন। আমাদের এ আর্টিকেলটি ভাল লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।এ ধরণের আর্টিকেল পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন।