আমাদের প্রায় প্রত্যেকেরেই নগদ একাউন্ট রয়েছে। কিন্তু আপনার নগদ একাউন্টটি লক হয়ে গেছে। যদি নগদ একাউন্ট লক হয়ে থাকে, তাহলে আজকের পোস্টটি শুধুমাত্র আপনার জন্য। আজকের এ পোস্টের মাধ্যমে আমি নগদ একাউন্ট লক হলে করণীয় কি সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

নগদ একাউন্ট লক হলে করণীয় কি জেনে নিন

আপনি যদি নগদ একাউন্ট লক খোলার উপায় কি? এ সম্পর্কে জানতে চান তাহলে এ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। এ পোস্টে আমি নগদ একাউন্ট লক হলে করণীয় কি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক:

পেজ সূচিপত্র: নগদ একাউন্ট লক হলে করণীয় জেনে নিন

নগদ একাউন্ট লক হওয়ার কারণ জেনে নিন।নগদ একাউন্ট লক হলে করণীয় জেনে নিন

নগদ একাউন্ট সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের জন্য নগদ একাউন্টে তিনবার (পরপর) ভুল পিন প্রবেশ করালে নগদ কোম্পানি নগদ একাউন্ট লক করে দেয়।যাতে আপনার নগদ একাউন্ট সর্বোচ্চ নিরাপদ থাকে।অনেক সময় পিন কোড ভুলে যাওয়ায় আমরা বারবার ভুল পিন সাবমিট করি । যারফলে নগদ কোম্পানি মনে করে আসল ব্যবহারকারী একাউন্টটি ব্যবহার করছে না তাই বারবার ভুল পিন প্রবেশ করাচ্ছে। তাই একাউন্টের নিরাপত্তা বাস্তবায়নের জন্য তারা একাউন্টটি লক করে দেয়।

See also  মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম। নগদ একাউন্ট খোলার পদ্ধতি

আরো পড়ুন: নগদ কল সেন্টার নাম্বার কী তা জানুন

নগদ একাউন্ট চিরতরে লক হয়ে যায় না। বার বার ভুল পিন প্রবেশ করানোয় সাময়িকভাবে একাউন্টটি লক করে দেওয়া হয়। সহজ কিছু ধাপ অনুসরণ করে খুব সহজে ব্যবহারকারী আবার তার একাউন্ট ফেরত পেতে পারে।

নগদ একাউন্ট লক খোলার নিয়ম জেনে নিন

সুপ্রিয় পাঠক, আপনার একাউন্ট যদি লক হয়ে থাকে তাহলে কিছূ সহজ পদ্ধতি অনুসরণ করে আপনি আপনার একাউন্ট পুনরায় চালূ করতে পারবেন। নগদ একাউন্ট লক হলে করণীয় কি জানতে চাইলে পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।এবার আমি নগদ একাউন্ট লক খোলার উপায় সম্পর্কে আলোচনা করবো । চলুন দেরি না করে শুরু করা যাক:

১ম ধাপ: আপনি যদি নগদ একাউন্ট খুলতে চান তাহলে প্রথমে আপনাকে নগদ কাস্টমার কেয়ারে ফোন দিতে হবে। 

নগদ কাস্টমার কেয়ার নাম্বার

২য় ধাপ: এরপর আপনার সমস্যার কথা ওনাদেরকে বলতে হবে। আপনাকে বলতে হবে আপনার একাউন্ট লক হয়ে গেছে আপনি তা আনলক করতে চান।

৩য় ধাপ: এরপর নগদ কাস্টমার কেয়ার আপনার কিছু তথ্য চাইবে। অর্থাৎ নগদ একাউ্ন্ট খোলার সময় আপনি যে তথ্য দিয়ে একাউন্টি খুলেছিলেন সে সব তথ্য চাইবে । আপনাকে সবগুলো সঠিক তথ্য তাদেরকে দিতে হবে।যেমন( ভোটার আইডি কার্ড, নাম, পিতার নাম, সর্বশেষ লেনদেনের পরিমান)।

আরো পড়ুন: হোয়াটসঅ্যাপ মেসেজ রিকল করবেন কিভাবে জেনে নিন

৪র্থ ধাপ: আপনার দেওয়া তথ্যগুলো যদি সঠিক হয় তাহলে তারা কিছূক্ষনের মধ্যে আপনার ফোনে পিন পরিবর্তনের অবপশ করে দিবে। আপনি আপনার একাউন্টের পিন কোয পরিবর্তনের মাধ্যমে আবার আগের মতো আপনার একাউন্ট থেকে লেনদেন করতে পারবেন।

নগদ একাউন্টের পিন পরিবর্তন করার উপায় জেনে নিন।নগদ একাউন্ট লক হলে করণীয়

প্রিয় পাঠক, উপরোাক্ত ধাপগুলো অনুসরণ করার কিছুক্ষণ পর নগদ কাস্টমার কেয়ার আপনার একাউন্ট ঠিক করে দেবে এবং আপনাকে নতুন করে পিন রিকোভার করার জন্য বলবেন। কিভাবে আপনি পিন রিকোভার করবেন বা কিভাবে নগদ একাউন্ট পিন পরিবর্তন করবেন সে বিষয় নিয়ে এখন আমি বিস্তারিত আলোচনা করবো। পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।

See also  টেলিটক নাম্বার দেখার উপায় জেনে নিন

আরো পড়ুন: নন ফলোয়াদেরকে আনফলো করার সেরা টুলস জেনে নিন

  • *167# ডায়াল করতে হবে।
  • *167# ডায়াল করলে “Enter New Pen” অপশন চলে আসবে। তারপর সেখানে আপনি নতুন করে আপনার পছন্দমতো পিন কোড বসান।
  • এরপর “Confirm New Pen” অপশন চলে আসবে। পুনরায় আপনার নতুন পিনটি বসিয়ে পিন কনফর্ম করে নিন।
  • এবার আপনার একাউন্টটি আবার আগের মতো চালু হয়ে যাবে। এবং আপনি লেনদেন শুরু করতে পারবেন।

নগদ একাউন্ট দেখাার নিয়ম/পদ্ধতি জেনে নিন। নগদ একাউন্ট লক হলে করণীয় 

এবার আমি আপনি আপনার নগদ একাউন্ট কিভাবে দেখবেন সে বিষয় নিয়ে আলোচনা করবো। আপনি আপনার মোবাইল অপশনে গিয়ে *167# ডায়াল করে নগদ একাউন্ট দেখতে পারবেন। 

নগদ একাউন্ট দেখার নিয়ম:

  • মোবাইল অপশনে গিয়ে *167# ডায়াল করুন।
  • তারপর মাই নগদ অপশনে ক্লিক করুন। ( এজন্য আপনাকে মোবাইল থেকে 7 নম্বর অপশন সিলেক্ট করে নিতে হবে)
  • এরপর আপনার কাছে ব্যালেন্স ইনকোয়ারি অপশন চলে আসবে।এজন্য আপনাকে ১ লিখে সেন্ট করতে হবে।
  • নগদ একাউন্টের পিন কোড চাইলে নগদ একাউন্টের পিন কোড সেট করুন
  • সঠিক পিন কোড সেন্ট করলে এবার আপনি আপনার ব্যালেন্স দেখতে পারবেন।

ইতিকথা: নগদ একাউন্ট লক হলে করণীয় কি জেনে নিন

আশা করি আপনি নগদ একাউন্ট লক হলে করণীয় সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। নগদ একাউন্ট লক হলে করণীয় কি বা নগদ একাউন্ট লক খোলার উপায় সম্পর্কে বিস্তারিত জানাতে পেরে আমিও আনন্দিত। আমার এ পোস্টটি ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন।এ রকম পোস্ট পড়তে চাইলে নিয়মিত আমাদের এ ওয়েবসাইটের সঙ্গেই থাকুন।