সুপ্রিয় পাঠক, কথায় আছে চোখ যে মনের কখা বলে । আসলে চোখ কি কথা বলে? হ্যাঁ চোখ কথা বলে। আজকের এ আর্টিকেলে আমরা চোখের ভাষা বোঝার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আপনি যদি চোখের ভাষা বোঝার উপায় সম্পর্কে জানতে চান তাহলে আজকের এ আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়তে থাকুন। চলুন আর দেরি না করে চোখের ভাষা বোঝার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক।

চোখের ভাষা বোঝার ১০ টি উপায় জেনে নিন

মানুষের চোখের দিকে গভীরভাবে লক্ষ্য রাখলে আমরা খুব সহজে তার মনের খবর জানতে পারবো। কারণ মানুষের আনন্দ, বেদনা, সুখ,দু:খ, রাগ.ক্ষোভ, হিংসা, ভালবাসা সবকিছূ তার চোখের উপর ছায়া ফেলে । তাই আপনি আজকে আমাদের এ আর্টিকেলটি পড়লে চোখের ভাষা বোঝার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

Table of Contents

চোখের ভাষা বোঝার উপায় কি?

মানুষের মনের অভিব্যক্তি সবার আগে তার চোখের মধ্যে ছায়া ফেলে তাই চোখের ভাষা বুঝতে শিখলেই মানুষের মনের খবর পাওয়া কঠিন কোন বিষয় নয়। এজন্য চোখের ভাষা বোঝার জন্য আপনাকে তো কারো চোখের দিকে তাকাতে হবে। আমরা প্রায় শুনে থাকি চোখ যে মনের কথা বলে । আসলে কি তা সত্যি! আমি বলবো হ্যাঁ তা সত্যি। আপনি যদি একবার মানুষের চোখের ভাষা পড়ে নিতে পারেন তাহলে তার মনের ভাষা বোঝা আপনার জন্য কোন বিষয়ই নয়।

আরো পড়ুন: ২৫০+ কম খরচে জন্মদিনের ‍উপহার ২০২৩

See also  ভয়কে জয় করার উপায়

তাই নিচে আমি চোখের ভাষা বোঝার উপায় নিয়ে আলোচনা করবো। আর অপেক্ষা নয়, চলূন, সুপ্রিয় পাঠক, চোখের ভাষা বোঝার উপায় সমূহ জেনে নেওয়া যাক।

চোখের ভাষা বোঝার জন্য কি প্রয়োজন?

আপনি যদি কারো চোখের ভাষা  বুঝতে চান তাহলে আপনারও চোখের ভাষা বোঝার  মতো চোখ থাকতে হবে। অর্থাৎ চোখের মতো চোখ থাকতে হবে। সুপ্রিয় পাঠক আমি বলতে চাচ্ছি একজন শিশুর মন কি বলছে আমরা খুব সহজে তার চোখ দেখে বুঝে নিতে পারি । কিন্তু বয়স বাড়ার সাথে সাথে মানুষের শারিরীক অঙ্গিভঙ্গি পরিবর্তন হয়। পাশাপাশি পরিবর্তন হয় তার বিভিন্ন বিষয়কে নিয়ন্ত্রনের কৌশল।

তবে চোখের ভাষাকে নিয়ন্ত্রন করা মানুষের পক্ষে খুব একটা সোজা হতে পারেনা। তাই মনের ভিতর কি চলছে তা খুব সহজে তার চোখের উপর ছায়া ফেলতে পারে। তাই আপনি যদি চোখের ভাষা বোঝার উপায় গুলো জেনে নিতে পারেন তাহলে খুব সহজে জেনে নিতে পারবেন মানুষের মনের খবর। আর্টিকেলের এ পর্যায়ে আমি চোখের ভাষা বোঝার উপা্য় নিয়ে আলোচনা করবো। চলুন আর দেরি না করে আলোচনা শুরু করা যাক।

চোখের ভাষা বোঝার উপায় – ১০টি

সুপ্রিয় পাঠক এখন আমি আলোচনা করবো চোখের ভাষা বোঝার ‍উপায় সমূহ নিয়ে। তাই আপনি যদি চোখের ভাষা বোঝার উপায় সমূহ নিয়ে বিস্তারিত জানতে চান তাহলে আর্টিকেলের এ অংশটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনি যদি চোখের ভাষা বোঝার উপায় নিয়ে বিস্তারিত সব তথ্য জানতে চান তাহলে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।

চোখের ইশারা বাম দিকে আর দৃষ্টি উপরের দিকে। চোখের ভাষা বোঝার উপায়

কেউ যদি কথা বলার সময় তার চোখের ইশারা বাম দিকে থাকে আর যদি তার দৃষ্টি উপরের দিকে থাকে তাহলে বুঝতে হবে সে কিছু মনে করার চেষ্টা করছে। হতে পারে তা অতীতের কোন ঘটনা বা স্মৃতি।আপনি চাইলে নিজেকে দিয়ে তার প্রমান করতে পারেন।

আরো পড়ুন: স্মৃতিশক্তি বৃদ্ধির ৮ টি উপায় – স্মৃতিশক্তি বৃদ্ধির ইসলামিক উপায় জেনে নিন

আপনি অতীতের কোন কিছূ মনে করার সময় আপনি যদি নিজের প্রতি একটু গভীরভাবে খেয়াল করেন তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনার চোখের ইশারা সয়ংক্রিয়ভাবে বাম দিকে আর দৃষ্টি উপরের দিকে থাকে।এক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন আপনার যদি অতীতের কোন দু:খজনক ঘটনার কথা মনে পড়ে তাহলে আপনার চোথ বন্ধ হয়ে আসবে।

See also  স্মৃতিশক্তি বৃদ্ধির ৮ টি উপায় - স্মৃতিশক্তি বৃদ্ধির ইসলামিক উপায় জেনে নিন

আর যদি অতীতের কোন চমৎকার ঘটনার কথা মনে পড়ে তাহলে আপনার মুখে হাসির রেখা দেখা যাবে আর অতীতের কোন খারাপ ঘটনার কথা মনে হলে চোথ এবং কপাল উভয়ই কুঁচকে যাবে।

চোখের ইশারা ডান দিকে আর দৃষ্টি উপরের দিকে। চোখের ভাষা বোঝার উপায়

মানুষের মস্তিস্কের ডানদিকটা থাকে কল্পনাপ্রবণ। মানুষ যথন কোন কিছু কল্পনা করে  আসলে তা বাস্তবে নেই এরকম কল্পনা করলে চোখের ইশারা যডানদিকে আর দৃষ্টি ডান দিকে থাকে। 

আপনি নিজের দিকে একটু নজর দিলে এ তথ্যের বাস্তবতাটা বুঝতে পারবেন। আপনি যখন .কল্পনাশ্রয়ী কোন কিছুকে নিয়ে চিন্তা করবেন তখন দেখবেন ্আপনার চোখের ইশারা ডানদিকে আর দৃষ্টি বাম দিকে সরে গেছে। মানুষ যখন মিথ্যে বলে তখনও প্রায় এ রকমটাই হয়।

চোখের ইশারা বাম দিকে আর দৃষ্টি নিচের দিকে। চোখের ভাষা বোঝার উপায়

আমরা প্রায় দৃষ্টির ডান-বাম বা উপর-নিচ থেকেই অনেক কিছূ বুঝতে পারি। যদি আমরা তা গভীরভাবে লক্ষ্য রাখি। এবার আমরা চোথের ইশারা বাম দিকে আর দৃষ্টি নিচের দিকে থাকলে কি হয় তা জানবো।

মানুষ যখন তার কথার প্রতি তার শ্রোতার আকর্ষন বৃদ্ধি করতে চায় তখন তার  চোখের ইশারা বাম দিকে আর দৃষ্টি নিচের দিকে সরে যায়। এক্ষেত্রে আপনি যখন আপনার কথার প্রতি অন্যের  আকর্ষণ সৃশ্টি করতে চান তখন একটু মনোযোগ দিলেই আপনি এ যক্তিটির যর্থাথতা বুঝতে পারবেন।

চোখের ইশারা ডান দিকে আর দৃষ্টি নিচের দিকে।চোখের ভাষা বোঝার উপায়

ধরুণ আপনি এমন একটি বিষয়ে কথা বলছেন সে সম্পর্কে আপনি নিশ্চিত নন। বা আপনি এমন একটি বিষয়ে কথা বলছেন যা আপনার কাছে তার সত্যতা নিয়ে সন্দেহ আছে বা আপনি সন্দিহান এরকম কিছু হলে চোখের ইশারা ডান দিকে আর দৃষ্টি নিচের দিকে থাকে। 

অর্থাৎ আপনি যদি কোন বিষয়ে পুরোপুুরি নিশ্চিত না হন এবং আপনি যা বলছেন সে সম্পর্কে আপনি সন্দিহান তাহলে আপনার ক্ষেত্রে  এরকম টা হয়। অর্থাৎ আপনার চোখ ডান দিকে আর দৃষ্টি নিচের দিকে থাকে।

চোথের দিকে একদৃষ্টিতে চেয়ে থাকা। চোখের ভাষা বোঝার উপায়

যখন কেউ আপনার দিকে একদৃষ্টিতে চেয়ে থাকবে তখন আপনি কিভাববেন সে আপনার দিকে এরকম একদৃষ্টিতে চেয়ে আছেন কেন? আসলে আপনি কথা বলছেন আর কেউ আপনার দিকে একদৃষ্টিতে চেয়ে  আছেন তাহলে আপনাকে বুঝতে হবে আপনার কখাগুলো খুব মনোযোগ সহকারে শুনছেন। অর্থাৎ আপনি যখন কথা বলবেন আর কেউ যদি তখন আপনার দিকে একদৃষ্টিতে চেয়ে থাকেন তাহলে আপনাকে বুঝতে হবে আপনার প্রতি সে মনোযোগী।

See also  মেয়েদের কিভাবে প্রপোজ করতে হয় - মেয়ে পটানোর বেস্ট 5টি নিনজা টেকনিক

অন্য মনস্কভাবে চোথ স্থির করে রাখলে।চোখের ভাষা বোঝার উপায়

ধরুণ আপনি কথা বলছেন কিন্তু একজন আপনি কথা বলার সময় চোখ স্থির করে তাকিয়ে আছে তাহলে আপনি কিভাববেন আপনার কথা  সে মনোযোগ দিয়ে শুনছেন। আসলে সে যদি অন্য মনস্কভাবে স্থির দৃষ্টিতে চেয়ে থাকে তাহলে আপনাকে ভেবে নিতে হবে সে আপনার কথাই অমনোযোগী।আশা করি চোখের ভাষা বোঝার উপায় বুঝতে পেরেছেন।

চোখ  বড় বড় করে তাকানো।চোখের ভাষা বোঝার উপায়

ধরুণ আপনি এমন একটি ঘটনা শুনছেন যা আপনাকে বিস্মিত করলো। তাহলে আপনি যদি আপনার দিকে একটু মনোযোগ দেন তাহলে কি লক্ষ্য করবেন? আপনার চোখ বড় বড় হয়ে গেছে । অর্থাৎ আপনি বড় বড় করে তাকাচ্ছেন।অনেক সময় হঠাৎ কোন কথা শুনলে যা আপনি কখনো ভাবেন নি তাহলেও এরকমটা হতে পারে। অর্থাৎ আপনার চোখ বড় বড় হয়ে যাবে।

বার বার চোখের পাতা নড়তে থাকলে।চোখের ভাষা বোঝার উপায়

ধরুন আপনি কাউকে কিছু বলছেন কিন্তু আপনি যাকে কিছু বলছেন তার চোখের পাতা বার বার নড়ছে  তাহলে আপনি কি বুঝবেন?  আপনাকে অবশ্যই বুঝতে হবে আপনার শ্রোতা অমনোযোগী এবং আপনার শ্রোতা আপনার কথায় বিরক্তি প্রকাশ করছে।

অর্থাৎ বার বার চোখের পাতা  নড়লে অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনার শ্রোতা অমনোযোগী বা আপনার কথায় বিরক্তি প্রকাশ করছে। 

চোখের পাতা স্থিরভাবে থাকলে।চোখের ভাষা বোঝার উপায়

স্বভাবতই চোখের পাতা স্থিরভাবে থাকলে বুঝতে হবে কোন বিষয়ে গভীরভাবে চিন্তা করছে বা ভাবছে। আর যদি এমনটিা হয় কেউ আপনার মুখের দিকে একদৃষ্টিতে চেয়ে আছে তাহলে বুঝতে হবে সে আপনার কথা মনোযোগ সহকারে শুনছেন। কিন্তু যদি এমনটা হয় যে সে স্থির ভাবে তাকিয়ে আছে কিন্তু তার ভ্রু কুচকানো তাহলে বুঝতে হবে শত্রুতার লক্ষণ।

চোখ কচলানো।চোখের ভাষা বোঝার উপায়

ধরুণ আপনি কাউকে কিছু বলছেন কিন্ত সে আপনার কথা শুনতে শুনতে একসময় তার চোখ কচলানো শুরু করলেন। তাহলে আপনাকে বুঝতে হবে আপনার কথা তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে সে আপনার কথা বিশ্বাস করত পারছে না। অথবা কথা শুনতে বিরক্ত বোধ করলেও অনেক সময় চোখ কচলাতে পারেন।

আরো পড়ুন: প্রেশার লো হলে করণীয় ১০টি কাজ – প্রেশার লো এর ১৫ লক্ষণ

চোখের ভাষা বোঝার উপায় – পরিশেষে

আশা করি আপনি চোখের ভাষা বোঝার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আজকের এ আর্টিকেলটি পুরো পড়ে থাকলে আপনি অবশ্যই চোখের ভাষা বোঝার উপায় সম্পর্কে পূর্নাঙ্গ ধারণা পেয়েছেন। কারণ আজকের এ আর্টিকেলে আমি চোখের ভাষা বোঝার উপায় নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছি। আজকের এ পোস্টটি ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন।এরকম পোস্ট নিয়মিত পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।