চকচক-করলেই-সোনা-হয়-না-এর-ইংরেজি-Meaning-in-English-English-Translation.jpg
চকচক করলেই সোনা হয় না-এর ইংরেজি, Meaning in English & English Translation

 

আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা সব সময় মুখে ভাল ভাল কথা বলে। কিন্তু অনেক সময় দেখা যায় মুখে ভাল ভাল কথা বললেও অন্তরে থাকে বিষবৃক্ষ। সেই বিষবৃক্ষের ছায়ায় সে মানুষকে পিষ্ট করে মারে যা কখনো টেরও পাওয়া যায় না। তাই মানুষের বহিরাঙ্গ দেখে তাকে বিশ্বাস করা মোটেও সমীচীন নয়। কেননা চকচক করলেই সোনা হয় না। সোনা হওয়ার জন্য নির্দিষ্ট গুনাবলী থাকতে হয় যার দ্বারা প্রমানিত হয় যে সে সোনা। আপনি যদি চকচক করলেই সোনা হয় না এর ইংরেজি ট্রান্সলেশন জানতে চান তাহলে এই আর্টিকেলের মাধ্যমে জেনে নিতে পারবেন। ট্রান্সলেশন ও চকচক করলেই সোনা হয় না এর ইংরেজি অনুবাদ নিচে দেওয়া হলো । আপনি চাইলে দেখে নিতে পারেন।

আমাদের সমাজে এমন কিছু লোক পাওয়া যায় যারা ভদ্রতার বা ভালমানুষের মুখোশ পড়ে ঘুড়ে বেড়ায়। তাদেরকে বাহির থেকে চিনতে পারা মোটেও সহজ কোন কাজ নয় । তাই মানুষের মনের ভিতরটা পর্যবেক্ষণ কবতে হয়। কারণ একজন মানুষের মন ভাল হলেই তবেই সে ভাল  মানুষ হতে পারে। তাই বলা যায় চকচক করলেই যেমন সোনা হয় না তেমনি মন ভাল না হলে ভাল মানুষ হয় না।

চকচক করলেই সোনা হয় না-এর ইংরেজি, Meaning in English & English Translation

আপনি অবশ্যই চকচক করলেই সোনা হয় না এর ইংরেজি অর্থ জানার জন্য আমাদের ওয়েবাসাইটটি পড়ছেন। আর দেরি করবো না। এখন আমি চকচক করলেই সোনা হয় না এর ইংরেজি অনুবাদ তুলে ধরব।

চকচক করলেই সোনা হয় না-এর ইংরেজি, Meaning in English & English Translation

চকচক করলেই সোনা হয় না 

ইংরেজি অনুবাদ : All that glitters is not gold.

আশা করি আপনি চকচক করলেই সোনা হয় না-এর ইংরেজি, Meaning in English & English Translation জানতে পেরেছেন।

See also  ঘুঘু দেখেছ, ফাঁদ দেখ নি-এর ইংরেজি, Meaning in English & English Translation

আমরা সবসময় একটি চিন্তা করবো মানুষ চেনার ক্ষেত্রে তার মনের ভিতরটা কেমন। আমরা কখনোই মানুষের বাহিরের ঠাট দেখে বিচার করবো না। সবসময় মানুষের অন্তর দেখে বিচার করার চেষ্টা করবো। কারণ মানুষের প্রকাশ্য শত্রুর চেয়ে গোপন শত্রু অনেক মারাত্রক।

আশা করি আপনি চকচক করলেই সোনা হয় না এর ইংরেজি অনুবাদসহ বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। এই ধরণের পোস্ট পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।