ঘুঘু দেখেছ ফাঁদ দেখ নি-এর ইংরেজি Meaning in English & English Translation
আমরা যখন সময়ের স্রোতে গা ভাসিয়ে চলতি থাকি তখন হর-হামেশাই আমরা আমাদের প্রবীণদের কাছ থেকে একটি প্রবাদ বাক্য শুনে থাকি – ঘুঘু দেখেছ, ফাদ দেখনি।আজকে এই আর্টিকেলের মাধ্যমে আমি এই প্রবাদটির বিস্তারিত তথ্য তুলে ধরবো। পাশাপাশি এই আলোচনার মাধ্যমে আপনারা ঘুঘু দেখেছ, ফাঁদ দেখ নি -এর ইংরেজি অনুবাদ জানতে পারবেন। আমাদের জীবনে চলার পথে আমরা নানা রকম ভুল করে থাকি।মানুষ কখনো ভুলের উর্ধ্বে নয়।আর ভুল করলেই আমাদের তার খেসারত দিতে হবে। তাই জীবনে বাস্তবতায় চলার পথে অবশ্যই আমাদের ঘুঘু দেখছ, ফাঁদ দেখনি এই বিষয়টি স্মরণে রেখে চলতে হবে।
জীবন সঙ্গী কেমন হওয়া উচিত জেনে নিন
হেঁচকি বন্ধ করার উপায়-হেঁচকি বন্ধ করার দোয়া
মানব জীবনে আমাদের জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনধারন করতে হবে। আমাদেরকে বাস্তবতাকে মেনে নিয়ে বাস্তবতার সাথে যুদ্ধ করে বাঁচতে হবে। আপনি যদি বাস্তবতা না বোঝেন আপনার যদি বাস্তবতার জ্ঞান না রাখেন তাহলে আপনার হয়তো মনে হবে এই পৃথিবীতে কোন জ্বালা যন্ত্রনা আপনাকে সহ্য করতে হবে না।কিন্তু আপনি যখন পৃথিবী নামক এই বন্দিশালায় নানমূখী সমস্যায় পড়বেন তখন আপনি বুঝতে পারবেন এই পৃথিবীতে ধোকা দেবার মতো লোকের অভাব নেই আর পৃথিবীতে রয়েছে আপনার সুখ বিনষ্টকারী অসংখ্য ফাঁদ।
আরো পড়ুন: মোবাইলে চাকরির আবেদনে ছবির সাইজ করার নিয়ম ২০২৩
আপনি শুধু সুখ অনুভব করবেন দু:খকে ছুইয়েও দেখবেন না। এমনটি কখনোই সম্ভব নয়।সুখ-দু:খ মুদ্রার এপিওপিট। তাই বলা হয়ে থাকে ঘুঘু দেখেছ, ঘুঘুর ফাঁদ দেখনি। কারণ আপনি ঘুঘু দেখে সুখ অনুভব করত পারেন পাশাপাশি আপনারকে ঘুঘুর ফাঁদ ও দেখতে হবে। অর্থাৎ আপনাকে সুখের পাশাপাশি দু:খকেই বরণ করার শক্তি ও সাহস রাখতে হবে।
ঘুঘু দেখেছ, ঘুঘুর ফাদ দেখ নি – এর ইংরেজি অনুবাদ – ঘুঘু দেখেছ, ঘুঘুর ফাঁদ দেখনি – Meaning in English & English Translation
ঘুঘু দেখেছ, ঘুঘুর ফাঁদ দেখনি – you must not see things with half an eye.
লালনের একটি গানে পাওয়া যায় সুখের আশ থাকলে মনে দু:খের ঘোর নিদানে, অবশ্যই মাথায় নিবা। অর্থাৎ সুখ লাভ করলে অবশ্যই আপনাকে দু:খের জন্য প্রস্তুতি নিতে হবে।একমুখী সুখ বা একমুখী দু:খ কোন জীবনের জন্য কাম্য হতে পারে না। তাই আমাদের বাস্তব জীবনের কথা স্মরণ করে ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি প্রবাদ বাক্যটিকে মাথায় রেখে জীবন পরিচালনা করা উচিত। তা না হলে আমাদেরকে এক সময় তার্ খেসারত দিতে হবে।
আশা করি আপনি ঘুঘু দেখেছ, ঘুঘুর ফাঁদ দেখনি এর ইংরেজি, Meaning in English & English Translation জানতে পেরেছেন। পাশাপাশি ঘুঘু দেখেছ, ঘুঘুর ফাঁদ দেখনি সম্পর্কে বিস্তারিত তথ্য সহ এর ইংরেজি অনুবাদ জানতে পেরেছেন।