খালি পেটে ডায়াবেটিস কত থাকে

Table of Contents

খালি পেটে ডায়াবেটিস কত থাকে। খালি পেটে ডায়াবেটিস কত হলে নরমাল

সুপ্রিয় পাঠক বন্ধুরা, খালি পেটে ডায়াবেটিস কত থাকে? বা  খালি পেটে ডায়াবেটিস কত হলে নরমাল এ বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করবো। আপনি যদি খালি পেটে ডায়াবেটিস কত হলে নরমাল এ বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে আজকের পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।

ডায়াবেটিস বর্তমান সময়ে বহুল পরিচিত রোগ। এটি মূলত মেটাবলিক ডিজঅর্ডারের কারণে হয়ে থাকে। আপনার শরীরে ইনসুলিন আছে কিন্তু কাজ করছে এরকমটা হলে এ রোগ আত্মপ্রকাশ করে। ইনসুলিনের অভাবে মেটাবলিক ডিজঅর্ডার হয়ে থাকে। যার ফলে ডায়াবেটিস বা বহুমুত্র হয়ে থাকে।

খালি পেটে ডায়াবেটিস কত থাকে

সুপ্রিয় পাঠক, খালি পেটে ডায়াবেটিস কত থাকে এই প্রশ্নের উত্তর জানার জন্য অবশ্যই আপনি আমাদের ওয়েবসাইটটি ওপেন করেছেন। আপনি ঠিক জায়গায় এসেছেন। আজকের এ পোস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন খালি পেটে ডায়াবেটিস কত হলে নরমাল। চলুন আর দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক।

আরো পড়ুন: হজম শক্তি বৃদ্ধির ১২টি উপায়। হজমের সমস্যা দূর করার উপায়

See also  পিরিয়ডের সময় স্বামীর করণীয় গুলো জেনের

খালি পেটে ডায়াবেটিস কত হলে নরমাল । খালি পেটে ডায়াবেটিস কত থাকে

আপনি যখন খালি পেটে থাকবেন তখন আপনার রক্তে সুগারের পরিমান যদি 5.5 পয়েন্টের কাছাকাছি  বা আশে পাশে  থাকে তাহলে আপনি মোটামুটি নিশ্চিত যে আপনার ডায়াবেটিস হয়নি । আর আপনার যদি খালি পেটে আপনার শরীরের রক্তে সুগারের পরিমান 5.5 থেকে 6.9 এর মধ্যে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ডায়াবেটিস হওয়ার প্রস্তুতি কাল চলছে। আর যদি আপনার শরীরে রক্তে সুগারের পরিমান ৭ পয়েন্টের বেশি হয়ে যায় তাহলে আপনি নিশ্চিত যে আপনার ডায়াবেটিস হয়েছে।

খাওয়ার আগে ডায়াবেটিস কত হলে নরমাল। খালি পেটে ডায়াবেটিস কত থাকে

আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন এর তথ্য মতে, আপনার শরীরে খাওয়ার আগে বা ভরা পেটে রক্তে গ্লুকোজের পরিমান 5.7 এর নিচে থাকলে আপনার ডায়াবেটিস নরমাল বলে ধরা হয়। তাছাড়া খাওয়ার আগে আপনার শরীরে রক্তে গ্লুকোজের পরিমান 5.5 হলে সবচেয়ে ভাল হয়।

ভরা পেটে ডায়াবেটিস কত হলে নরমাল। খালি পেটে ডায়াবেটিস কত থাকে

আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন এর তথ্য মতে, আপনার শরীরে খাওয়ার আগে বা ভরা পেটে রক্তে গ্লুকোজের পরিমান 5.7 এর নিচে থাকলে আপনার ডায়াবেটিস নরমাল বলে ধরা হয়। তাছাড়া খাওয়ার আগে আপনার শরীরে রক্তে গ্লুকোজের পরিমান 5.5 হলে সবচেয়ে ভাল হয়।

ডায়াবেটিস নির্ণয় করবেন যেভাবে।  খালি পেটে ডায়াবেটিস কত থাকে

ডায়াবেটিস  মূলত নির্ভর করে আপনার রক্তে গ্লুকোজের পরিমানের উপর। মানুষের রক্তে সাধারণত খাবার আগে গ্লুকোজের পরিমান 3.3 থেকে 6.9 পর্যন্ত হয়ে থাকে এবং খাবার পরে 7.8 মিলি পর্যন্ত হয়ে থাকে।  কিন্তু কোন ক্রমে যদি আপনার খাবার আগে গ্লুকোজের পরিমান খাবার আগে ৭ মিলি ও খাবারের পর ১১ মিলি পাওয়া যায় তাহলে ডায়াবেটিস আছে বলে ধরে নেওয়া হয়।

ডায়াবেটিস কত হলে বেশি । খালি পেটে ডায়াবেটিস কত থাকে

আপনার রক্তে সুগারের পরিমান যদি 5.5 পয়েন্টের কাছাকাছি  বা আশে পাশে  থাকে তাহলে আপনি মোটামুটি নিশ্চিত যে আপনার ডায়াবেটিস হয়নি । আর আপনার যদি খালি পেটে আপনার শরীরের রক্তে সুগারের পরিমান 5.5 থেকে 6.9 এর মধ্যে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ডায়াবেটিস হওয়ার প্রস্তুতি কাল চলছে। আর যদি আপনার শরীরে রক্তে সুগারের পরিমান ৭ পয়েন্টের বেশি হয়ে যায় তাহলে আপনি নিশ্চিত যে আপনার ডায়াবেটিস হয়েছে। আশা করি ডায়াবেটিস কত হলে বেশি বুঝতে পেরেছেন।

See also  পিরিয়ডের সময় স্বামীর করণীয় গুলো জেনের

আরো পড়ুন: স্থায়ী ফর্সা হওয়ার ১০ টি উপায়

ডায়াবেটিস রোগের লক্ষণ। খালি পেটে ডায়াবেটিস কত থাকে

  • ঘন ঘন প্রস্রাব।
  • অধিক তৃষ্ণা এবং মুখ শুকিয়ে যাওয়া  ডায়াবেটিসের অন্যতম একটি লক্ষণ
  • অতিশয় দুর্বলতাবোধ করা
  • সার্বক্ষণিক  দেহের ওজন হ্রাস ;
  • চোখে কম দেখা বা ঝাপসা  দেখা
  • যে কোন রোগের ঘনঘন সংক্রমন দেখা দেয়া

ডায়াবেটিস এর বেশিষ্ট্য। খালি পেটে ডায়াবেটিস কত থাকে

  • অতিরিক্ত মেদ জমা
  •  অসচেতনতার কারণে চিকিৎসার অভাব  হওয়া
  • কিডনি বা বৃক্কের অক্ষমতার
  • অন্ধত্ব বা দৃষ্টিবিচ্যূতি

ডায়াবেটিস এর চিকিৎসা পদ্ধতি । খালি পেটে ডায়াবেটিস কত থাকে

  • ইনসুলিন দিতে হবে
  • অ্যান্টিডায়াবেটিক ওষুধ ( মুখে খাওয়ার ওষুধ ) নিয়মিত খেতে হবে
  •  নিয়মিত ব্যায়াম, খাদ্য গ্রহণে সচেতনতা, অসুখ সম্বন্ধে রোগীর প্রয়োজনীয় ধারণা ও জীবনধারার পরিবর্তন করতে হবে।

আরো পড়ুন: স্মৃতিশক্তি বৃদ্ধির ৮ উপায় জেনে নিন

ডায়াবেটিস নিয়ে সাধারণ কিছু FAQ

ডায়াবেটিস কী?

ডায়াবেটিস হলো এমন একটি রোগ যা মেটাবলিক ডিজঅর্ডার হিসাবে পরিচিত। এক্ষেত্রে  শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি ও ব্যবহার করতে পারে না এমন কি ইনসুলিন নষ্ট হয়ে যায়। শরীরে গ্লুকোজের পরিমান অস্বাভাবিক মাত্রায় বাড়িয়ে দেয় । যার ফলে মানুষের বহুমুত্র রোগ হয়।

ডায়াবেটিস কেন হয়?

ডায়াবেটিস এর মূল কারণ হলো মেটাবলিক ডিজঅর্ডার যা শরীরের রক্তে ইনসুলিন তৈরি হতে দেয় না বা ইনসুলিন নষ্ট করে দেয়ে। এবং শরীরে গ্লুকোজের পরিমান অস্বাভাবিক মাত্রায় বাড়িয়ে দেয়। একে বহুমুত্র রোগও বলা হয়।

রক্তে গ্লুকোজের মাত্রা কত?

মানুষের শরীরের ব্লাড সুগার মিলিগ্রাম বা ডেসিলিটার এককে মাপা হয়। এক্ষেত্রে যেকোন প্রাপ্তবয়ষ্ক ব্যক্তির সঠিক ব্লাড সুগারের মাত্রা ধরা হয় 90/100 মিলিগ্রাম বা ডেসিলিটার। সেক্ষেত্রে কোন ব্যক্তির ব্লাড সুগারের পরিমান যদি অভুক্ত অবস্থায় 70/99 মিলিগ্রাম/ ডেসিলিটার হতে পারে।

ডায়াবেটিস রোগীরা কি কি খাবার খেতে পারবে না?

ডায়াবেটিস রোগীদের জন্য শর্করাযুক্ত খাবার খুবই বিপদজনক। এছাড়া ডায়াবেটিস রোগীদের খাওয়া যাবে না গরুর মাংস, ভেড়ার মাংস ও উচ্চ পোর্টিনযুক্ত যেকোন খাবার। যা ডায়াবেটিস রোগীদের মারাত্মক ক্ষতি করতে পারে।

See also  পিরিয়ডের সময় স্বামীর করণীয় গুলো জেনের

খালি পেটে ডায়াবেটিস কত থাকে?

আপনি যখন খালি পেটে থাকবেন তখন আপনার রক্তে সুগারের পরিমান যদি 5.5 পয়েন্টের কাছাকাছি  বা আশে পাশে  থাকে তাহলে আপনি মোটামুটি নিশ্চিত যে আপনার ডায়াবেটিস হয়নি । আর আপনার যদি খালি পেটে আপনার শরীরের রক্তে সুগারের পরিমান 5.5 থেকে 6.9 এর মধ্যে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ডায়াবেটিস হওয়ার প্রস্তুতি কাল চলছে।

খাওয়ার আগে ডায়াবেটিস কত হলে নরমাল?

আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন এর তথ্য মতে, আপনার শরীরে খাওয়ার আগে বা ভরা পেটে রক্তে গ্লুকোজের পরিমান 5.7 এর নিচে থাকলে আপনার ডায়াবেটিস নরমাল বলে ধরা হয়। তাছাড়া খাওয়ার আগে আপনার শরীরে রক্তে গ্লুকোজের পরিমান 5.5 হলে সবচেয়ে ভাল হয়।

ভরা পেটে ডায়াবেটিস কত হলে নরমাল?

আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন এর তথ্য মতে, আপনার শরীরে খাওয়ার আগে বা ভরা পেটে রক্তে গ্লুকোজের পরিমান 5.7 এর নিচে থাকলে আপনার ডায়াবেটিস নরমাল বলে ধরা হয়। তাছাড়া খাওয়ার আগে আপনার শরীরে রক্তে গ্লুকোজের পরিমান 5.5 হলে সবচেয়ে ভাল হয়।

ডায়াবেটিস রোগের লক্ষণ কি?

ঘন ঘন প্রস্রাব।
অধিক তৃষ্ণা এবং মুখ শুকিয়ে যাওয়া  ডায়াবেটিসের অন্যতম একটি লক্ষণ
অতিশয় দুর্বলতাবোধ করা
সার্বক্ষণিক  দেহের ওজন হ্রাস
চোখে কম দেখা বা ঝাপসা  দেখা
যে কোন রোগের ঘনঘন সংক্রমন দেখা দেয়া