ন্টারন্যাসিওনাল কোন দেশের ফুটবল ক্লাব?

ইন্টারন্যাসিওনাল কোন দেশের ক্লাব? – ইন্টারন্যাসিওনাল ক্লাবের প্রতিষ্ঠাতা কে?

ইতালির একটি জনপ্রিয় পেশাদার ফুটবল ক্লাবের নাম হচ্ছে ইন্টারন্যাসিওনাল ফুটবল ক্লাব। ইতালির এই জনপ্রিয় ক্লাবটি সবচেয়ে বেশি পরিচিত ইন্টার মিলান ফুটবল ক্লাব নামেই। ইতালির সবচেয়ে সেরা ফুটবল লীগ সেরিয়ে আ এ ইন্টারন্যাসিওনাল ফুটবল ক্লাব বা ইন্টার মিলান খেলে থাকে। এবং সর্বোচ্চ সংখ্যক শিরোপা (১৯বার) জয় করেছে এই দলটি।

সুপ্রিয় পাঠক, আজকে আমরা জানবো ইতালির সর্বোচ্চ শিরোপা জয়ী দল ইন্টারন্যাসিওনাল কোন দেশের ক্লাব? পাশাপাশি আমরা জানার চেষ্টা করবো ইন্টারন্যাসিওনাল ক্লাবটি কত সালে প্রতিষ্ঠা করা হয় এবং ইন্টারন্যাসিওনাল ক্লাবের প্রতিষ্ঠাতা কে? চলুন আর দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক।

ইন্টারন্যাসিওনাল কোন দেশের ক্লাব

ইতালির একটি বিখ্যাত ও জনপ্রিয় ফুটবল ক্লাব হলো ইন্টারন্যাসিওনাল। ইতালির মিলান শহরের লম্বার্ডিতে অবস্থিত ইতালির এই বিখ্যাত ফুটবল ক্লাবটি। বর্তমানে ক্লাবটি ইতালির একটি শীর্ষ স্থানীয় ক্লাব হিসাবে তার স্থান ধরে রেখেছে। ক্লাবটির পুরো নাম Football Club Internazionale Milano। ক্লাবটির ডাক নাম ইন্টার মিলান বা মিলান।

ন্টারন্যাসিওনাল কোন দেশের ফুটবল ক্লাব?

ইন্টারন্যাসিওনাল ক্লাবের প্রতিষ্ঠাতা কে?

ইন্টারন্যাসিওনাল ক্লাবটি ১৯০৮ সালের ৯ মার্চ প্রতিষ্ঠা লাভ করে। এসি মিলান ভেঙ্গে ইন্টার মিলান হিসাবে আত্মপ্রকাশ করেছিল ১৯০৮ সালে এখন থেকে তা প্রায় ১১৪ বছর পূর্বে। এই ক্লাবের প্রথম কোচ ও অধিনায়ক ছিলেন ভার্জিলিও ফসেত্তি। ভার্জিলিও ফসেত্তি প্রথম বিশ্বযুদ্ধে প্রান হারান। তারপর পরবর্তী শিরোপা জয় লাভ করতে এই দলটির প্রায় ১০ বছর অপেক্ষা করতে হয়েছিল।

আরো পড়ুন: রোজা রেখে গেম খেলা যাবে কিনা জানুন

ইন্টারন্যাসিওনাল ক্লাবটি প্রতিষ্ঠা করেছিলেন সেই সময়কার বিখ্যাত কয়েকজন প্রভাবশালী স্থানীয় বাসিন্দা মিলে। ক্লাবটি প্রতিষ্ঠার পেছনে যে ব্যক্তির সবচেয়ে বেশি অবদান সে ব্যক্তির নাম জর্জিয় মুগগিয়ানি নামক একজন চিত্রশিল্পীর।তিনিই ইন্টারন্যাসিওনাল ক্লাবের লোগো ডিজাইনার। এই ক্লাবটি প্রতিষ্ঠার পর অনেকগুলো শিরোপা জিতে শীর্ষস্থান দখল করে আছে।

See also  ভিএফবি স্টুটগার্ট কোন দেশের ক্লাব?

ইতালির মোট সমর্থকের প্রায় ৪১% সমর্থক ইন্টার মিলান দলটিকে সমর্থন করে থাকেন। ঐতিহাসিক ভাবে এসি মিলান দলটির একটি বিশেষ বিশেষত্ব রয়েছে। তাহলো এই দলটি প্রথম দিকে শহরের শ্রমিক শ্রেণি সমর্থিত একটি জনপ্রিয় দল ছিল। যাই হোক ইন্টারন্যাসিওনাল ক্লাবটি এখন ইতালির সবথেকে জনপ্রিয় ফুটবল ক্লাব।

পরিশেষে: ইন্টারন্যাসিওনাল কোন দেশের ক্লাব?

আশা করি আপনি ইন্টারন্যাসিওনাল কোন দেশের ক্লাব? এই প্রশ্নের বিস্তারিত উত্তর জানতে পেরেছেন। আমাদের পোস্টটি ভাল লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এই ধরণের খেলা সম্পর্কিত পোস্ট পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন।