“Whatsapp” বর্তমান সময়ের বহুল ব্যবহৃত একটি ম্যাসেজিং প্লাটফর্ম যা অধিকাংশ অনলাইন ব্যবহারকরীরা ব্যবহার করে থাকে। কিন্তু ব্যবহারকারীরা মনের ভুলে বা অসচেতনতায় অনেক সময় প্রাপককে ভুলভাল মেসেজ দিয়ে থাকে । কিন্তু পরবর্তীতে সে তা ডিলিট করার অপশন খুঁজে না পাওয়ায় অসস্ত্বিতে ভুগে।
আজকে আমি এ পোস্টের মাধ্যমে দেখাবো কিভাবে আপনি এসব আপত্তিকর হোয়াটসঅ্যাপ মেসেজ রিকল করবেন এবং আপত্তিজনক অবস্থান থেকে নিজেকে বাঁচাবেন। চলুন দেরি না করে শুরু করা যাক:
হোয়াটসঅ্যাপ মেসেজ রিকল করুন খুব সহজে ।হোয়াটসঅ্যাপ মেসেজ রিকল করার উপায়
এসব অনাকাঙ্খিত ম্যাসেজগুলোকে ডিলিট করার হোয়াটসঅ্যাপ একটি বিকল্প পদ্ধতি তাদের সেবার মধ্যে যুক্ত করেছে। এ পদ্ধতি ব্যবহার করে আপনি পাঠাতে চান না এমন ম্যাসেজগুলো খুব সহজে মুছে ফেলতে পারবেন। এ পদ্ধতিটির নাম হলো ‘‘ডিলিট ফর এভরিওয়ান’। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি ডিলিট ফর এভরিওয়ান ব্যবহার করে অনাকাঙ্খিত ম্যাসেজগুলো মুছে ফেলতে পারবেন। হোয়াটসঅ্যাপ একাউন্ট খুলতে এখানে ক্লিক করুন।
‘‘ডিলিট ফর এভরিওয়ান’’ ব্যবহার করার উপায়
মনে করুন আপনি আপনি একজনকে একটি ম্যাসেজ পাঠানোর বদলে অন্য একজনকে ম্যাসেজ পাঠিয়েছেন। এখন আপনি ম্যাসেজটি এমনভাবে ডিলিট করতে চান যেন তার ম্যাসেজ অপশনে আপনার পাঠানো টেক্সটি যেন দেখা না যায়। এজন্য আপনি ডিলিট ফর এভরিওয়ান ব্যবহার করে হোয়াটসঅ্যাপ মেসেজ রিকল করতে পারেন। এজন্য আপনাকে যেসব পদ্ধতি অনুসরণ করতে হবে:
প্রথমে আপনাবে হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে। তার পর চ্যাট অপশনটি ওপেন করুন। আপনার পাঠানো অনাকাঙ্খিত ম্যাসেজটির উপর আলতো চেপে ধরে তা সিলেক্ট করুন। সিলেক্ট করা হয়ে গেলে আপনি উপরের অপশনে কিছু বোতাম দেখতে পাবেন, সেখান থেকে ডিলিট ফর এভরিওয়ান অপশনটিতে চাপ দিন।
হোয়াটসঅ্যাপ ম্যাসেজ ডিলিট। হোয়াটসঅ্যাপ মেসেজ ডিলিট করার উপায়
2. উপরোক্ত কাজটি সম্পন্ন হলে আপনার স্কিনে “This massage has been deleted” ভেসে উঠবে। এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার পাঠানো অনাকাঙ্খিত টেক্সটি উভয় প্রান্ত থেকে মুছে গেছে। এভাবে আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ রিকল করতে পারবেন।
3. আপনি যদি উক্ত এসএমএসটি শুধুমাত্র আপনাার জন্য মুছে ফেলতে চান তাহলে আপনাকে যা করতে হবে তাহলো আপনাকে আপনার মোবাইল স্কিনে থাকা Delete for me” অপশনটি সিলেক্ট করতে হবে। এই অপশনটিতে সিলেক্ট করলে টেক্সটি আপনার প্রান্ত থেকে মুছে যাবে কিন্তু আপনি যার কাছে পাঠিয়েছেন সে প্রান্তে রয়ে যাবে।
হোয়াটসঅ্যাপ ম্যাসেজ ডিলিট
এভাবে আপনি অন্যের কাছে পাঠানো আপনার অনাকাঙ্খিত এসএমএসগুলো ডিলিট করতে পারবেন এবং নিজেকে অসস্তিকর অবস্থা থেকে খুব সহজে রক্ষা করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ এর রিকল ফিচার ব্যবহারের শর্ত সমূহ
আপনাকে সর্বোচ্চ ৭ মিনিটের মধ্যে আপনার পাঠানো অনাকাঙ্খিত এসএমএসটি ডিলিট করতে হবে। এর বেশি হলে আপনি আপনার ম্যাসেজটি আর ডিলিট করতে পারবেন না।
আপনি যার কাছে টেক্সটটি পাঠিয়েছেন সে যদি হোয়াটসঅ্যাপ এর সর্বশেষ সংস্করণটি ব্যবহার করেন তবেই আপনি রিকল করতে পারবেন। তাছাড়া আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ রিকল করতে পারবেন না।
আপনি যদি ডিলিট ফর এভরিওয়ান এর মাধ্যমে আপনার এসএমএসটি ডিলিট করেন তাহলে প্রাপক আপনার এসএমএস দেখতে পাবেন না কিন্তু তার কাছে ্ একটি এসএমএস যাবে যার মাধ্যমে সে বুঝতে পারবে আপনি তাকে প্রেরিত কোন না কোন এসএমএস ডিলিট করেছেন।
আপনি একবার আপনার টেক্সটি ডিলিট করলে আপনি পুনরায় তা আার ফিরিয়ে আনার সুযোগ পাবেন না।
খুব সহজে হোয়াটসঅ্যাপ ম্যাসেজ মুছে ফেলার উপায়
আশা করি আমি আপনাকে বুঝাতে সক্ষম হয়েছি কিভাবে আপনি খুব সহজে হোয়াটসঅ্যাপ মেসেজ রিকল করবেন। আপনি যদি এ পদ্ধতিতে হোয়টসঅ্যাপ ম্যাসেজ রিকল করেন তাহলে আপনি অনাকাঙ্খিত ম্যাসেজ গুলো থেকে উৎপন্ন বিব্রতকর অবস্থা থেকে খুব সহজে মুক্তি লাভ করতে পারবেন।
আমার এ পোস্টটি যদি আপনার ভাল লেগে থাকে তাহলে আপনি অবশ্যই আমার এ পোস্টটি আপনার বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করুন। খোদা হাফেজ।