সুপ্রিয় পাঠক, আপনি যদি শ্রী শ্রী সরস্বতী পূজা পদ্ধতি সম্পর্কে জানতে চান তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। আজকের এ আর্টিকেলে আমি শ্রী শ্রী সরস্বতী পূজা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোকপাত করবো। তাই শ্রী শ্রী সরস্বতী পূজা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
সূচিপত্র: শ্রী শ্রী সরস্বতী পূজা পদ্ধতি জেনে নিন – সরস্বতী পূজা পদ্ধতি pdf
- শ্রী শ্রী সরস্বতী পূজা পদ্ধতি জেনে নিন। সরস্বতী পূজার হোম পদ্ধতি জেনে নিন
- সরস্বতী পূজা পদ্ধতি pdf জেনে নিন। সরস্বতী পূজা পদ্ধতি পুরোহিত দর্পন
- সরস্বতী পূজার মন্ত্র বাংলা মানে জেনে নিন
- সরস্বতী পূজার মন্ত্র পুষ্পাঞ্জলী জেনে নিন
- সরস্বতী পূজার পাচালী জেনে নিন
শ্রী শ্রী সরস্বতী পূজা পদ্ধতি জেনে নিন। সরস্বতী পূজার হোম পদ্ধতি জেনে নিন
শ্রী শ্রী সরস্বতী পূজা পদ্ধতি ও সরস্বতী পূজার হোম পদ্ধতি জানতে পুরো আর্টিকেল জুড়ে আমার সঙ্গেই থাকুন। হিন্দু ধর্মাবলম্বীরা প্রতিবছর একটি নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট তিথিতে সরস্বতী পূজা পালন করে থাকে। হিন্দু ধর্মের বিশ্বাস হচ্ছে তাদের বিদ্যার দেবী হলো মা সরস্বতী দেবী। তাদের বিশ্বাস দেবী সরস্বতী কারো প্রতি খুঁশি হলে মা সরস্বতী তাকে জ্ঞান প্রদান করে থাকেন।
সরস্বতী দেবী বিদ্যার দেবী হওয়ায় হিন্দু ধর্মাবলম্বীরা তাঁকে সন্তুষ্ট করার জন্য বিশেষ করে ছাত্র/ছাত্রীরা বা শিক্ষার্থীরা তাদের জ্ঞান বৃদ্ধির জন্য সরস্বতী পূজা পালন করে থাকে। সনাতন ধর্মের অনুসারিদের বিশ্বাস দেবী সরস্বতী যদি কারো প্রতি অসন্তুষ্ট থাকেন তাহলে সে জ্ঞান অর্জন করতে পারবে না। একটি নির্দিষ্ট পদ্ধতি ও নিয়ম-কানুন অনুসারে সরস্বতী পূজা হয়ে থাকে। এখন আমি আলোচনা করবো কিভাবে হিন্দুরা সরস্বতী পূজা পালন করে থাকে।
আরো পড়ুন: সরস্বতী পূজার মন্ত্র pdf -সরস্বতী পূজার মন্ত্র পুষ্পাঞ্জলী জেনে নিন
আপনি যদি আজকের আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকেন তাহলে আপনি শ্রী শ্রী সরস্বতী পূজা পদ্ধতি ও সরস্বতী পূজার হোম পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। সরস্বতী পূজায় হিন্দুরা যেসব পদ্ধতি ও নিয়মকানুন পালন করে থাকেন সেই বিষয়গুলো ধারাবাহিকভাবে জানতে পারবেন।
শ্রী শ্রী সরস্বতী পূজা পদ্ধিতি।সরস্বতী পূজার হোম পদ্ধতি
- প্রথমে তাদের উদ্দেশ্য করে ধ্যান করতে হবে।
- ধ্যান করা হয়ে গেলে ভগবানকে আসনে বসাতে হবে।
- তারপর সরস্বতী দেবীকে পাঠত বসাতে হবে এবাং তার পা ধৌত করতে হবে।
- পা ধৌত হয়ে গেলে পা মুছতে হবে এবং দেবীর উদ্দেশ্যে অর্ঘ্য অর্পণ করতে হবে।( মালা চন্দন দিয়ে বরণ)
- এসব কর্মের মধ্য দিয়ে তারা সরস্বতী পূজা পালন করার জন্য পরিশুদ্ধ হয়ে নেয়
- পূজার জন্য নিজেকে প্রস্তুত করার জন্য স্নান করতে হবে।
- তারপর সরস্বতী দেবীকে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে।(দুগ্ধ,দধী,ঘি,মধু)
- স্নান করানোর পর দেবী সরস্বতীকে শুদ্ধোদকস্নান ( পরিস্কার পানি দিয়ে স্নান) করাতে হবে।
- এরপর দেবীকে পোশাক পরিধান করাতে হবে এবং চন্দন লাগাতে হবে।
- চন্দন লাগানো হলে দেবীকে পুষ্প এবং দূর্বাঘাস অর্পন করতে হবে।
- এরপর দুধ দিয়ে নৈবেদ্য করার পর পান-সুপারি অর্পন করতে হবে ।
- পরিশেষে শ্রদ্ধাঞ্জলী প্রদান করতে হবে।
- সকল কর্ম সম্পন্ন হলে প্রার্থনার মধ্য দিয়ে পূজা শেষ করতে হয়।
সুপ্রিয় পাঠক, আশা করি আপনি শ্রী শ্রী সরস্বতী পূজা পদ্ধতি বা সরস্বতী পূজার হোম পদ্ধতি পালন সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন। আপনি চাইলে নিজে নিজে সরস্বতী পূজা পালন করতে পারবেন। এর পরবর্তী পর্যায়ে আমি সরস্বতী পূজা পদ্ধতি pdf সম্পর্কে আলোকপাত করবো। সেই সাথে সরস্বতী পূজা পদ্ধতি পুরোহিত দর্পন এবং সরস্বতী পূজার মন্ত্র বাংলা মানে নিয়ে বিস্তারিত আলোকপাত করবো এবং পরিশেষে সরস্বতী পূজার পাচালী ও সরস্বতী পূজার মন্ত্র পুষ্পাঞ্জলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
সরস্বতী পূজা পদ্ধতি pdf জেনে নিন। সরস্বতী পূজা পদ্ধতি পুরোহিত দর্পন
সুপ্রিয় পাঠক, এ পর্যায়ে আমি সরস্বতী পূজা পদ্ধতি pdf ও সরস্বতী পূজা পদ্ধিতি পুরোহিত দর্পণ সম্পর্কে বিস্তারিত আলোকপাত করবো। আপনি যদি সরস্বতী পূজা পদ্ধতি pdf কিংবা সরস্বতী পূজা পদ্ধতি পুরোহিত দর্পণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে থাকুন। আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে আপনি সরস্বতী পূজা পদ্ধতি pdf ও সরস্বতী পূজা পদ্ধতি পুরোহিত দর্পণ এসব বিষয় বিস্তারিতভাবে জানতে পারবেন।
শ্রী শ্রী সরস্বতী পূজা পদ্ধতি ও সরস্বতী পূজার হোম পদ্ধতি সম্পর্কে আপনি ইতিমধ্যেই জানতে পেরেছেন। চলুন আর দেরি না করে সরস্বতী পূজা পদ্ধতি pdf ও সরস্বতী পূজা পদ্ধতি পুরোহিত দর্পণ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। আপনি যদি উপরের বিষয়গুলো পড়ে থাকেন তাহলে তাহলে সরস্বতী পূজা পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরেছেন তাই সেবব বিষয় নিয়ে আর নতুন করে আলোচনার প্রয়োজন নেই ।
আরো পড়ুন: ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বার্তা জেনে নিন
আপনি যদি শ্রী শ্রী সরস্বতী পূজা সম্পের্কে বিস্তারিত কোন তথ্য জেনে না থাকেন তাহলে আপনি উপরের বিষয়বস্তুতে চোখ বুলিয়ে আসতে পারেন। আর যদি আপনি সরস্বতী পূজা পদ্ধতি পুরোহিত দর্পণ সমন্ধে জানতে চান তাহলে আপনাকে পুরোহিত দর্পণ বইটি সংগ্রহ করে পড়তে হবে। হিন্দু শাস্ত্রের পূজা সম্পর্কিত একটি জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ বই হলো পুরোহিত দর্পণ – যা অধ্যয়ন করলে আপনি পূজা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
আশা করি আপনি সরস্বতী পূজা পদ্ধতি pdf ও সরস্বতী পূজা পদ্ধতি পুরোহিত দর্পন সম্পর্কে ভালভাবে জানতে পেরেছেন। আর পূর্বেই আমি শ্রী শ্রী সরস্বতী পূজা পদ্ধতি সরস্বতী পূজার হোম পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এরপর আমি সরস্বতী পূজার মন্ত্র বাংলা মানে, সরস্বতী পূজার মন্ত্র পুষ্পাঞ্জলী, সরস্বতী পূজার পাচালী সম্পর্কে আলোকপাত করবো।
সরস্বতী পূজার মন্ত্র বাংলা মানে জেনে নিন
সুপ্রিয় পাঠক বন্ধুরা, এখন আমি সরস্বতী পূজার মন্ত্র বাংলা মানে নিয়ে আলোচনা করবো। ইতো:পূর্বে আমি সরস্বতী পূজার হোম পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। হিন্দু শাস্ত্রমতে সরস্বতী পূজায় তারা বিভিন্ন মন্ত্র পাঠ করে থাকেন। তাই আপনি যদি সরস্বতী পূজার মন্ত্র বাংলা মানে সম্পর্কে জানতে চান তাহলে আর্টিকেলটি মনোযোগ সহাকারে পড়তে থাকুন।
সরস্বতী পূজার বাংলা মানে :
সংস্কৃত উচ্চারণ: তরুণশকলমিন্দোর্বিভ্রতী শুভ্রকান্তিঃ কুচভরনমিতাঙ্গী সন্নিষন্না সিতাব্জে । নিজকরকমলোদ্যল্লেখনীপুস্তকশ্রীঃ সকলবিভবসিন্ধ্যৈ পাতু বাগদেবতা নঃ।।
সরস্বতী পূজার বাংলা মানে -অর্থ: চাঁদের তরুন অংশের মতো যার কান্তি শুভ্র, যিনি কুচভরে অবনতাঙ্গী, যিনি শ্বেত পদ্মাসনে অঠিষ্টান, যার নিজ হাত লেখনি ও পুস্তক দ্বারা শোভিত, সকল ঐশ্বর্য সিদ্ধির কারণ যিনি সেই বাগদেবী আমাদেরকে রক্ষা করুন।”
আরো পড়ুন: মাঘী পূর্ণিমা কবে তা জেনে নিন
আশা করি আপনি সরস্বতী পূজার মন্ত্র বাংলা মানে জানতে পেরেছেন। ইতো:মধ্যে আমি শ্রী শ্রী পূজা পদ্ধতি, সরস্বতী পূজা হোম পদ্ধতি, সরস্বতী পূজা পদ্ধতি pdf , সরস্বতী পূজা পদ্ধতি পুরোহিত দর্পন সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেছি। এখন আমি সরস্বতী পূজার মন্ত্র পুষ্পাঞ্জলী ও সরস্বতী পূজার পাচালী সম্পর্কে আলোচনা করবো।
সরস্বতী পূজার মন্ত্র পুষ্পাঞ্জলী জেনে নিন
হিন্দু শাস্ত্রমতে সরস্বতী পূজায় সরস্বতী পূজার মন্ত্র পুষ্পাঞ্জলী পাঠ করা বাধ্যগত। আপনি যদি সরস্বতী পূজায় মন্ত্র পুষ্পাঞ্জলী পাঠ না করেন তাহলে আপনার সরস্বতী পূজা হবে না। নিচে আমি সরস্বতী পূজার মন্ত্র পুষ্পাঞ্জলী আলোচনা করছি।
সরস্বতী পূজার মন্ত্র পুষ্পাঞ্জলী:
ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে। বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।নমঃভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ।বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ।।এস স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।।
আরো পড়ুন: স্মৃতিশক্তি বৃদ্ধির উপায় জেনে নিন
শ্রী শ্রী সরস্বতী পূজা পদ্ধতি ও সরস্বতী পূজার হোম পদ্ধতি আলোচনার আমি পূর্বেই করেছি। এই অংশে আমি সরস্বতী পূজার মন্ত্র পুষ্পাঞ্জলী সম্পর্কে আলোচনা করেছি। এখন আমি সরস্বতী পূজার পাচালী নিয়ে আলোচনা করবো।
সরস্বতী পূজার পাচালী জেনে নিন
আপনি যদি সরস্বতী পূজার পাচালী সম্পর্কে জানতে চান তাহলে আর্টিকেলের এ অংশটুকু ভাল করে পড়ুন। আর্টিকেলের এ অংশে আমি সরস্বতী পূজার পাচালী নিয়ে আলোচনা করবো। চলুন সরস্বতী পূজার পাচালী জেনে নেওয়া যাক।
সরস্বতী পূজার পাচালী দেখে নিন
প্রথম প্রণাম করি সরস্বতী চরণ
করেছিল যার পূজা দেবাসুর গণ।
যার দয়া পেলে মূর্খ হয় জ্ঞানবান
তাহার মহত্বের কথা শুন মতিমান।
ছিল যখন নারায়ণ অনন্ত শয্যাতে
সৃস্টি হয় প্রকৃতি বাম অঙ্গ হতে।
যখন একই প্রকৃতি নানা মূর্তি হয়
সেই সরস্বতী জানিবে নিশ্চয়।
তাঁর পূজা করে যেই এই ভূমন্ডলে
চার বেদ সকল শাস্ত্র তার করতলে।