আপনি যদি জানতে চান মাঘী পূর্ণিমা ২০২৩ কবে তাহলে আজকের এ পোস্টটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়তে থাকুন। মাঘী পূর্ণিমা ২০২৩ কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পুরো পোস্টটিতে আমাদের সঙ্গেই থাকুন।

মাঘী পূর্ণিমা ২০২৩ কবে তা জানুন

সূচিপত্রঃ

আজকের এ পোস্টের মাধ্যমে আমি মাঘী পূর্ণিমা ২০২৩ কবে অনুষ্ঠিত হবে? সে বিষয় ও মাঘী পূর্ণিমা বিষয়ক সকল তথ্য বিস্তারিত আলোচনা করবো।

ভূমিকা: মাঘী পূর্ণিমা ২০২৩ কবে জেনে নিন

পৃথিবীতে যতগুলো ধর্ম রয়েছে প্রতিটি গ্রতিটি ধর্মে কিছু নির্দিষ্ট উৎসব বা দিবস রয়েছে। মাঘী পূর্ণিমা বৌদ্ধ ধর্মের একটি বিশেষ উৎসব যা মাঘী পূর্ণিমা তিথিতে হয়ে থাকে। বৌদ্ধ ধর্মাবলম্বীরা মনে করেন ভগবান বুদ্ধদেব মাঘী পূর্ণিমার এই তিথিতে মহা পরিনির্বান লাভ করেন। তাই বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটি একটি বিশেষ ও তাৎপর্যময় একটি দিন। তাই প্রতি বছর এই দিনটিকে তারা গুরুত্ব ও তাৎপর্যের সহিত পালন করে থাকে।

সুপ্রিয় পাঠক, আজকের এ পোস্টটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেননা আজকের এ পোস্টের মাধ্যমে মাঘী পূর্ণিমা সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করবো। মাঘী পূর্ণিমা কি, মাঘী পূর্ণিমা কত তারিখ এবং মাঘী পূর্ণিমা ২০২৩ কবে? এসব বিষয় নিয়ে চমৎকার তথ্য উপস্থাপন করবো। 

See also  ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে চ্যালেঞ্জ সমূহ কী কী জেনে নিন

আপনি যদি আজকের এ পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়েন তাহলে মাঘী পূর্ণিমা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন। চলুন আর বিলম্ব না করে শুরু করা যাকঃ 

মাঘী পূর্ণিমা ২০২৩ কবে – মাঘী পূর্ণিমা কি তা জানুন

মাঘী পূর্ণিমা কত তারিখ বা মাঘী পূর্ণিমা ২০২৩ কবে আসতে চলছে এসব বিষয় বিস্তারিত জানার আগে সুপ্রিয় পাঠক চলুন জেনে নেওয়া যাক মাঘী পূর্ণিমা কি? 

মাঘী পূর্ণিমা বৌদ্ধ ধর্মের একটি বিমেষ ধর্মীয় অনুষ্ঠান। প্রতি বছর মাঘ মাসের এই দিনটির জন্য তারা বিশেষ আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকে। 

 

আরো পড়ুনঃ বিশ্বমানবাধিকার দিবস কবে জানুন

এই দিনটির বিশেষ তাৎপর্য হলো এইদিনে মহাদেব বুদ্ধ তাঁর পরিনির্বাণের  ঘোষণা দেন। অর্থাৎ ইহজগতের মোহমুক্তি বা বুদ্ধত্ব অর্জন করা। এইদিনে মহাদেব বুদ্ধ ইহজগতের সকল মায়া ত্যাগ করে মোহমুক্তি লাভ করেন।

এই দিনে সাধারণ বৌদ্ধরা তাদের পরিত্রানের জন্য প্রার্থনা করে থাকেন এবং উন্নত জীবনের জন্য প্রার্থনা করে থাকেন। এবং বৌদ্ধ ভিক্ষুরা পরিপূর্ণ ব্যক্তি হওয়ার জন্য প্রার্থনা করে থাকেন এবং অস্তিত্বের প্রকৃত প্রকৃতির অন্তর্দৃষ্টি অর্জনের জন্য প্রার্থনা করে থাকেন। নির্বান অর্জন করেছেন এমন ভিক্ষুরাও তাদের সন্যাস জীবন চালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন।

বুদ্ধ অনুসারীরা প্রতি বছর তাঁর এ পরিনির্বাণের সময়কে স্মরণ করে রাখার জন্য এবং তার বানীগুলো প্রচার করার জন্য এ দিনটি পালন করে থাকে। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও এইদিনটি পালন করা হয়ে থাকে।  বাংলাদেশের মধ্যে চট্টগ্রামে বৌদ্ধ ধর্মাবলম্বী বেশি হওয়ায় পার্বত্য চট্টগ্রামে মাঘী পূর্ণিমা ব্যাপকভাবে পালন করা হয়ে থাকে।

সুপ্রিয় পাঠক আশা করি আপনি বুঝতে পেরেছেন মাঘী পূর্ণিমা কি ভালভাবে বুঝতে পেরেছেন।  চলুন মাঘী পূর্ণিমা কত তারিখ বা মাঘী পূর্ণিমা ২০২৩ কত তা বিস্তারিত জেনে নেওয়া যাক। 

মাঘী পূর্ণিমা কত তারিখ তা জানুন – মাঘী পূর্ণিমা ২০২৩ জেনে নিন

আলোচনার এ পর্যায়ে আমি আলোচনা করবো মাঘী পূর্ণিমা কত তারিখ বা মাঘী পূর্ণিমা ২০২২ কবে পালন করা হবে। আপনি যদি বিস্তারিত এসব বিষয় জানতে চান পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন। 

See also  পহেলা ফাল্গুন ২০২৩ ইংরেজি কত তারিখ ।১লা ফাল্গুন কত তারিখে ২০২৩। Pohela Falgun 2023

আরো পড়ুনঃ প্রেশার লো হলে করণীয় কি জেনে নিন

মাঘী পূর্ণিমা কি উপরে তা বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবার মাঘী পূর্ণিমা কত তারিখ বা মাঘী পূর্ণিমা ২০২৩ কবে তা আলোচনা করবো। ইংরেজি সন অনুযায়ী ২০২৩ সালে ফেব্রুয়ারী মাসের ৫ তারিখ মাঘী পূর্ণিমা অনুষ্ঠিত হবে। আশা করি মাঘী পূর্ণিমা কত তারিখ বা মাঘী পূর্ণিমা ২০২৩ কবে তার কাঙ্খিত ও সঠিক উত্তরটি পেয়েছেন।

মাঘী পূর্ণিমার ইতিহাস ও তাৎপর্য – মাঘী পূর্ণিমা কত তারিখ

ভগবান বুদ্ধদেব পঁয়তাল্লিশ  বৎসরকাল বর্ষাব্রত বা অন্তিমবর্ষা পালনকালে রাজগৃহের বেনুবনে অধিষ্ঠান করেন। এসময় তিনি কঠিন এক রোগে আক্রান্ত হন। পরে তিনি কঠিন সাধনা ও ধ্যানের বলে রোগমুক্তি লাভ করেন। এরপর বর্ষাব্রত শেষে তিনি পরিভ্রমনের ইচ্ছা করেন এবং বৈশালীর চাপালচৈত্যে উপস্থিত হন।

এরপর সেখানে যখন তার বয়স আঁশি বছর পূর্ণ হয় তখন তিনি ধ্যানমগ্ন অবস্থায় জানতে পারেন তার মহা নির্বাণের সময় উপস্থিত হয়েছে। তখন তিনি তার ভক্ত আনন্দকে ডেকে বলেন, প্রত্যেকের জীবনেই মরণ আসবেই এবং তারও মহানির্বাণের সময় এসেছে। তিনি বলেন এখন থেকে তিনমাস পর বৈশাখী পূর্ণিমা তিথি তিনি মহানির্বাণ লাভ করেন।  ভগবান বুদ্ধ যেদিন তার মহানির্বাণের কথা বলেন সেদিনটি ছিল মাঘী পূর্ণিমা। বিশেষত, মাঘী পূর্ণিমার দিনে তাঁর মহানির্বাণের ঘোষনাই ছিল তাঁর আসল উদ্দেশ্য। 

আরো পড়ুনঃ স্মৃতিশক্তি বৃদ্ধির ৮ টি উপায় জেনে নিন

তার এ ঘোষনার সাথে সাথেই তাঁর সকল শিষ্য – শিষ্যা ও ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে আসে এবং সবাই ব্যথিত হন। তখন ভগবান বুদ্ধ তাঁর ভক্তদের শান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে বলেন, “সৃষ্ট ও ধ্বংস জগতের অঘোম নিয়ম। জন্মের পর মৃত্যু জগতের ধর্ম। জীবন ও জগত উভয়ের ক্ষেত্রেই এই মহাসত্যটি উপলব্ধ। 

ভগবান বুদ্ধ তার ভাষনে সকল ভিক্ষুদের  বলেন, তোমরা যথাযথ ভাবে আমার রেখে যাওয়া ধর্মটি পালন করিও। জগতের কল্যাণের জন্য যে ধর্ম রেখে গেলাম তা উত্তম রুপে পালন করিও। যে ধর্মের আদি থেকে অন্ত পর্যন্ত কল্যাণকর সেই ধর্ম প্রচার করিও ও পরিশুদ্ধ ব্রহ্মচর্চের পালন করিও।

See also  বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস রচনা ২০২৩ -স্বদেশ প্রত্যাবর্তন দিবসের গুরুত্ব

আশা করি আপনি বুঝতে পেরেছেন মাঘী পূর্ণিমা কি? আশা করি এই বুঝতে পেরেছেন মাঘী পূর্ণিমা কে পালন করা হয়। 

পরিশেষেঃ মাঘী পূর্ণিমা কি – মাঘী পূর্ণিমা কত তারিখ জেনে নিন

সুপ্রিয় পাঠক, আশা করি মাঘী পূর্ণিমা কি সে বিষয়ে আপনার মনে আর কোন প্রশ্ন নেই। মাঘী পূর্ণিমা কত তারিখ বা মাঘী পূর্ণিমা ২০২৩ কবে সে বিষয়টিও আপনার কাছে খোলসা হয়ে গেছে। এ আর্টিকেলে মাঘী পূর্ণিমা সম্পর্কিত সব তথ্য বর্ণনা করেছি এবং আপনিও মাঘী পূর্ণিমা সংক্রান্ত সব তথ্য জানতে পেরেছেন। পোস্টটি ভাল লাগলে অবশ্যই শেয়ার করুন।