আপনি যদি জৈষ্ঠ্য মাসের ক্যালেন্ডার সম্পর্কে জানতে চান? জৈষ্ঠ্য মাসের ছুটি কবে তা দেখতে চান? এবং ইংরেজি কত তারিখে বাংলা কোন মাসের তারিখ কত তা জানতে চান তাহলে আজকের পোস্টটি আপনার জন্য। আজকের এ পোস্টের মাধ্যমে আমি আপনাকে বাংলা ১৪২৯ সালের জৈষ্ঠ্য মাসের ক্যালেন্ডার সম্পর্কে জানাবো। সাথে এও জানাবো জৈষ্ঠ্য মাসের কোন তারিখে সরকারি ছুটি রয়েছে এবং ইংরেজি তারিখের কোন তারিখে বাংলা তারিখ কত তা জানাবো। চলুন আর দেরি না করে শুরু করা যাক: 

জৈষ্ঠ্য মাসের ক্যালেন্ডার

জৈষ্ঠ্য মাসের ক্যালেন্ডার ২০২২। ১৪২৯ বঙ্গাব্দের ক্যালেন্ডার 

জৈষ্ঠ্য মাসের ক্যালেন্ডার ২০২২। ১৪২৯ বঙ্গাব্দের জৈষ্ঠ্য মাসের ক্যালেন্ডার

জৈষ্ঠ্য মাসের ক্যালেন্ডার সম্পর্কে জানতে আমার এ পোস্টটি পড়ুন। এ পোস্টের মাধ্যসে এবং নিজের ছবির মাধ্যমে আপনি জৈষ্ঠ্য মাসের ক্যালেন্ডার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং জৈষ্ঠ্য মাসের কোন কোন তারিখে সরকারি চুটি রয়েছে তা বিস্তারিত জানতে পারবেন আমার এ পোস্টের মাধ্যমে। চলুন জৈষ্ঠ্য মাসের ক্যালেন্ডার দেখে আসি:

জৈষ্ঠ্য মাসের ক্যালেন্ডার – ১৪২৯। ১৪২৯ বঙ্গাব্দের জৈষ্ঠ্য  মাসের  দিন সমূহ

জৈষ্ঠ্য মাস বাংলা ক্যালেন্ডারের দ্বিতীয় মাস। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী জৈষ্ঠ্য মাস শুরু হয়েছে েইংরেজি মাসের ১৬ ই মে। জৈষ্ঠ্য মাসের ক্যালেন্ডার অনুযায়ী হিসাব করলে জৈষ্ঠ্য মাস হয় ৩১ দিনের। ১৪২৯ বঙ্গাব্দের ক্যালেন্ডার অনুযায়ী জৈষ্ঠ্য মাসের প্রথম দিনটি পড়ে রবিবার। জৈষ্ঠ্য মাসের ক্যালেন্ডার ২০২২ পর্যালোচনা করলে দেখা যায় জৈষ্ঠ্য মাসের শেষ দিনটি হলো ইংরেজি ক্যালেন্ডারের ১৫ ই মে। 

See also  সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩ - রমজান ক্যালেন্ডার ২০২৩

জৈষ্ঠ্য মাসের বিশেষত্ব। জৈষ্ঠ্য মাসের ক্যালেন্ডার ২০২২। আজকে জৈষ্ঠ্য মাসের কত তারিখ

বাংলা সালের এক এক মাসের রুপবৈচিত্র এক এক ধরনের পরিবর্তন দেখা যায়। বাংলা মাসের মধ্যে জৈষ্ঠ্য মাসের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এ মাসে বাংলার মাটিতে সব রকম রসালো ফল উৎপন্ন হয়। আম, জাম, লিচু, কাঠাল সহ প্রায় সব রকম রসালো ফলের সমারোহ দেখা যায় এ মাসে। তাই কথিত আছে জৈষ্ঠ্য মাস বাংলার মধুমাস। তাই এই মাসে কবি গানের আসরে সোনা যায়

‘‘এই মধু মাসে তুমি নাই পাশে 

কে খাবে গাছের পাকা আম 

রে প্রাণ ধন, কে খাবে গাছের পাকা আম”

সরকারি ছুটির দিন সমূহ- জৈষ্ঠ্য মাসের ক্যালেন্ডার ২০২২

জৈষ্ঠ্য মাসের ক্যালেন্ডার পর্যালোচনা করলে দেখা যায় জৈষ্ঠ মাসে মোট ছুটি রয়েছে ৯ দিন। জৈষ্ঠ্য মাসের ক্যালেন্ডার ২০২২ অনুযায়ী ইদুল ফিতরের ছুটি শুরু হবে ৩০ শে বৈশাখ এবং শেষ হবে পহেলা জৈষ্ঠ্য। এরপর বুদ্ধপূর্ণিমার ছুটি রয়েছে ২৬ মে বাংলার ১২ ই জৈষ্ঠ্য। শুক্রবার স্বভাবতই বন্ধ থাকায় জৈষ্ঠ্য মাসে ছুটি রয়েছে মোট সাত দিন। 

জৈষ্ঠ্য মাসের ক্যালেন্ডার। জৈষ্ঠ্য মাসের ক্যালেন্ডার -১৪২৯

বাংলা সালের প্রথম মাস বৈশাখ মাস আর দ্বিতীয় মাস হিসাবে জৈষ্ঠ্য মাস। জৈষ্ঠ্য মাসে বাংলার ঋতুতে রসালো ফলের মাস হওয়ায় এ মাসটির নাম মধুমাস বলা হয়। এ মাসে সাধারণত বাংলার সব ধরনের রসালো ফলগুলো পাওয়া যায়। এ মাসে ধান পাকতে শুরু করে এবং বাংলার মানুষের কর্মব্যস্ততা বেড়ে যায়। এ বার মুসলমানদের রমযান মাস বৈশাখ মাসে শুরু হলেও এর শেষ প্রায় জৈষ্ঠ্য মাসে। জৈষ্ঠ্য মাসে আকাশ প্রায় মেঘে ঢাকা থাকে এবং প্রায় মাঝে মাঝে বৃষ্টি হয়। 

জৈষ্ঠ্য মাসের ক্যালেন্ডার ২০২২ । জৈষ্ঠ্য মাসের ক্যালেন্ডার -১৪২৯

পরিশেষে বলা যায় বাংলা মাসের দ্বিতীয় মাস হিসাবে জৈষ্ঠ্য মাস হলেও এর বিশেষত্ব প্রায় সমস্ত মাস জুড়ে প্রভাব বিস্তার করে। আশা করি জৈষ্ঠ্য মাসের ক্যালেন্ডার ২০২২, জৈষ্ঠ্য মাসের ছুটির দিন, জৈষ্ঠ্য মাসে আজকে কত তারিখ সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে পেরেছি। আমার এ পোস্টটি আপনার ভাল লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। ভাল থাকবেন। খোদা হাফেজ।

See also  সরকারি ছুটির তালিকা ২০২৩ - সরকারি ছুটির তালিকা 2023 pdf